মহালয়া থেকেই কলকাতায় ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে। কলকাতার কয়েকটি বড় পুজো ইতিমধ্যেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। মহালয়ার রাতেই সেখানে মানুষের ঢল নেমেছিল। এখন আর পুজোর পাঁচদিন দিন নয়। তার আগে থেকেই ঠাকুর দেখা শেষ করার তাড়া থাকে। কারণ দেরি হলে ভিড় একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে।
কলকাতায় ঠাকুর দেখার জন্য সবচেয়ে যেটা কাজে লাগতে পারে সেটা হল মেট্রো। আপনি কলকাতার যে কোনও মেট্রো স্টেশনে নেমে পরপর কিছু বড় পুজো ঘুরে আসতে পারেন। ফলে মেট্রোয় ভরসা রেখে বেরিয়ে পড়লে কলকাতার একাধিক বড় পুজো দেখা হয়ে যাবে সহজেই। আজ উত্তর থেকে দক্ষিণে মেট্রো চেপে বড় বড় দুর্গাপুজো দেখার হদিশ দিচ্ছি আমরা। উত্তর থেকে দক্ষিণে মেট্রো পথে কোন কোন ঠাকুর দেখা যাবে এবার দেখে নেওয়া যাক।