• শনি থেকে ১৬ দিন টানা ছুটি রাজ্য সরকারি কর্মীদের
    এই সময় | ০৪ অক্টোবর ২০২৪
  • শুক্রের অফিসের পর রাজ্যের সরকারি কর্মীদের টানা ১৬ দিন ছুটি। উৎসবের সময় স্বাভাবিকভাবেই খুশি সরকারি চাকরিজীবীরা। এই বছর ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনই মহালয়া পড়েছিল। ফলে একটি ছুটি নষ্ট হয় রাজ্যের সরকারি কর্মীদের। তবে এই টানা ১৬ দিনের ছুটি কিছুটা সেই ক্ষতে প্রলেপ ফেলবে। এই ১৬টি ছুটির পাশাপাশি ৩১ অক্টোবর কালীপুজোর ছুটি। ৫ এবং ৬ অক্টোবর শনি ও রবিবার। সোমবার সপ্তাহের প্রথম দিন ৭ অক্টোবর চতুর্থীর ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। ১৮ অক্টোবর পর্যন্ত লক্ষ্মীপুজোর ছুটি।

    এক নজরে এই মাসের ছুটির তালিকা

    তারিখছুটি৭ অক্টোবরচতুর্থী৮ অক্টোবরপঞ্চমী৯ অক্টোবরষষ্ঠী১০ অক্টোবরসপ্তমী১১ অক্টোবরঅষ্টমী১২ অক্টোবরনবমী১৩ অক্টোবরদশমী১৪ অক্টোবরঅতিরিক্ত পুজোর ছুটি১৫ অক্টোবরঅতিরিক্ত পুজোর ছুটি১৬ অক্টোবরলক্ষ্মীপুজো১৭ অক্টোবরলক্ষ্মীপুজো১৮ অক্টোবরলক্ষ্মীপুজো১৯ অক্টোবরশনিবার (সরকারি ছুটি থাকে, অতিরিক্ত ঘোষিত ছুটি নয়)২০ অক্টোবররবিবার (সরকারি ছুটি থাকে, অতিরিক্ত ঘোষিত ছুটি নয়)৩১ অক্টোবরকালীপুজোএছাড়াও চলতি মাসে মহালয়া এবং গান্ধী জয়ন্তীর জন্য ২ অক্টোবর ছুটি পেয়েছিলেন রাজ্যের সরকারি কর্মীরা। পুজোর সময় এই টানা ছুটিতে ঘুরতে যান অনেকেই। ফলে তাঁদের আলাদা করে ছুটি নিতে হচ্ছে না। পুজোর সময় টানা ছুটিতে পরিবার নিয়ে দূরে ঘুরে আসতে পারবেন তাঁরা।

    তবে পুলিশ-সহ একাধিক জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দপ্তরের বহু কর্তা-কর্মীর কিন্তু পুজোয় ছুটি মেলে না। তাঁদের নিরলস পরিশ্রমের কারণেই ছুটি কাটাতে আপামর রাজ্যবাসী।
  • Link to this news (এই সময়)