পুজোর মুখে দার্জিলিংয়ে আরও দুর্যোগ, ধসের পর এবার জলের তোড়ে ভেসে গেল সেতু
হিন্দুস্তান টাইমস | ০৪ অক্টোবর ২০২৪
পুজোর মুখে দার্জিলিং পাহাড়ে যেন প্রলয়মূর্তি ধারণ করেছে প্রকৃতি। প্রবল বৃষ্টিতে একাধিক জায়গায় ধসের পর এবার জলের তোড়ে ভেসে গেল সেতু। দার্জিলিং শহরের সঙ্গে যোগাযোগ সহজ করতে সেতুটি তৈরি করেছিলেন স্থানীয় বাসিন্দারাই। পূর্বাভাস অনুসারে আগামী কয়েকদিনও দার্জিলিংয়ে বৃষ্টি চলবে।
জানা গিয়েছে, ছোট রঙ্গীত নদীর সেতুটির ওপর দিয়ে বৃহস্পতিবার থেকে জল বইতে শুরু করে এর ফলে ভেসে গিয়েছে সেতুর একাংশ। দার্জিলিং শহর থেকে ১১ কিলোমিটার দূরে দোলনা সেতুর নীচে এই সেতুটি বানিয়েছিলেন স্থানীয়রাই। সেতুটি নির্মাণে ২০ লক্ষ টাকা সাহায্য করেছিলেন হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ড। এই সেতুর মাধ্যমে সিমটাং চা-বাগান থেকে বিজনবাড়ি ও দার্জিলিংয়ের সঙ্গে যোগাযোগ সহজ হয়েছিল। সেতু ভেসে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘূর্ণাবর্তের জেরে গত কয়েকদিন দার্জিলিং পাহাড়ে প্রবল বর্ষণ হয়েছে। যার ফলে ধস নেমেছে একাধিক জায়গায়। বুধবার রাতে দার্জিলিং রক গার্ডেন যাওয়ার রাস্তায় ধস নেমে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর পর সিমটাংয়ে ধসের খবর পাওয়া যায়। সেখানে ধসে ১ বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
পূর্বাভাস অনুসারে পুজোর মধ্যেও দার্জিলিংসহ গোটা পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে সেখানে। বিজয়া দশমী ও লক্ষ্মীপুজোর মধ্যে দার্জিলিংয়ের আবহাওয়ার ব্যাপক উন্নতি হবে।