• 'যোগ্যতা না থাকলেও সন্দীপের হাত মাথায় থাকায় হাউজস্টাফশিপ পেয়েছিল আশিস পাণ্ডে'
    হিন্দুস্তান টাইমস | ০৪ অক্টোবর ২০২৪
  • আরজি করে আর্থিক দুর্নীতির তদন্তে গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদ নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক দাবি করল সিবিআই। শুক্রবার আশিসকে আদালতে পেশ করে হেফাজত চেয়ে সিবিআই বিচারককে জানিয়েছে, হাউজ স্টাফ হওয়ার যোগ্যতাই নেই আশিস পাণ্ডের। সন্দীপ ঘোষের হাত মাথায় থাকাতেই আরজি কর মেডিক্যালের হাউজস্টাফশিপ পেয়েছিলেন তিনি।


    পড়তে থাকুন - মুর্শিদাবাদ সীমান্তে ২ ভারতীয়কে অপহরণ করল বাংলাদেশি সীমান্তরক্ষীরা

    বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারির পর শুক্রবার দুপুরে আশিসকে আদালতে পেশ করে সিবিআই। আদালতে পেশ করে তাঁকে হেফাজতে চান তদন্তকারীরা। আদালতে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, আরজি কর মেডিক্যালের ছাত্র আশিস চিকিৎসক হিসাবে তেমন আহামরি কিছু ছিলেন না আশিস। সন্দীপ ঘোষ হাসপাতালে আসার পর দ্রুত তার ঘনিষ্ঠ হয়ে ওঠে আশিস। সন্দীপের আশীর্বাদ মাথায় থাকায় যোগ্যতা না থাকলেও আরজি করের হাউজস্টাফ পদে নিয়োগ করা হয় তাঁকে। সেই বলে বলীয়ান হয়ে এর পর হাসপাতালে যাবতীয় কুকীর্তি চালাতে থাকেন তিনি।

    তৃণমূল নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের ভুরিভুরি অভিযোগ। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, ২০২০ সালে হাসপাতালের এক সিনিয়র চিকিৎসককে মারধর করে আশিস ও তার দলবল। এছাড়া হাসপাতালে ছাত্রদের ফেল করানোর পিছনেও ছিল তার হাত। আশিসের দলবলের গুন্ডাগিরির বিরোধিতা করলেই সেই ছাত্রকে প্র্যাক্টিক্যাল পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হত বলে অভিযোগ। হাসপাতালের মধ্যে মদের পার্টি, এমনকী মধুচক্র চালানোরও অভিযোগ রয়েছে আশিসের বিরুদ্ধে।


    এহেন আশিসের বিরুদ্ধে সিবিআইয়ের দাবি, হাউজস্টাফ হওয়ার যোগ্যতাই ছিল না তার। যদিও জুনিয়র ডাক্তারদের দাবি, আশিস একা নয়, এরকম আশিস আরও রয়েছে আরজি কর মেডিক্যাল সহ অন্য মেডিক্যালে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)