• '... শুনলেই সবাই ভয় পায়', পুজো উদ্বোধনে গিয়ে নিজের গান শোনালেন মমতা
    হিন্দুস্তান টাইমস | ০৪ অক্টোবর ২০২৪
  • গতকাল টালা প্রত্যয়ের পুজো উদ্বোধবে গিয়ে নিজের লেখা একটি গানেল লাইন শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল বৃষ্টির মধ্যে গতকাল বেশ কয়েকটি পুজো মণ্ডপ উদ্বোধন করেন মমতা। তার মধ্যে টালা প্রত্যয়ে তিনি সবার আগে গিয়েছিলেন। আর সেখানেই 'দুর্যোগ' নামে একটি গানের লাইন শোনান মুখ্যমন্ত্রী। রাজ্যে চলমান বর্ষা এবং বন্যা নিয়ে কথা বলার সূত্রেই সেই লাইনটি বলেন মুখ্যমন্ত্রী। তাঁর সেই গানের লাইনগুলি ছিল - 'দুর্যোগ একটা শব্দ, শুনলেই সবাই ভয় পায়। ভয়ে সবাই জব্দ। দুর্যোগ একটা শব্দ।' এর আগে সম্প্রতি শ্রীভূমির অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছোটবেলায় তিনি দু'বছর গান শিখেছিলেন। পরে তাঁর হারমোনিয়ামটি বাবা বিক্রি করে দিয়েছিলেন। তাঁর লেখা ১০০টিরও বেশি গান এখনও পর্যন্ত রেকর্ডিং হয়েছে বলেও দাবি করেছিলেন মমতা।



    উল্লেখ্য, গত পরশু, মহালয়া থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে বহু পুজোর উদ্বোধন করেছেন। নিজে মুখে তিনি দাবি করেছেন, মহালয়ার দিন তিনি ৩০০টির মতো পুজো উদ্বোধন করেছেন। আর ১০ অক্টোবর, দ্বিতীয়তে তাঁর ৪০০ পুজো উদ্বোধনের কথা। এই সবের মাঝেই বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজে ভিজেই কলকাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পুজো উদ্বোধন করলেন মমতা। কোথাও দুর্যোগ নিয়ে কথা বললেন, তো কোথাও পুজোর সময় আবহাওয়ার পূর্বাভাস দিলেন। জানালেন, পুজোর সময় বৃষ্টি হবে। এদিকে গতকাল পুজো উদ্বোধনে গিয়ে কাঁদতে থাকা শিশুর মুখে হাসি ফোটাতে ঢাকও বাজান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে অপর এক ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধনের সময়ই মণ্ডপে অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে আসে তাঁর। এবং তিনি সেই ব্যক্তির শুশ্রুষার জন্যে পরামর্শও দিতে শোনা যায় মমতাকে।



    প্রসঙ্গত, পুজোর সময় বহু পুজোই অনলাইনে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে জেলার পুজোগুলো। তবে কলকাতার বেশ কয়েকটি পুজোয় নিজে গিয়ে উদ্বোধন করেছেন মমতা। এদিকে গতকাল কলকাতায় বৃষ্টি হচ্ছিল বিকেল নাগাদ। এই আবহে বিভিন্ন জায়গায় উদ্বোধনে গিয়ে ভিজে যান মমতা। গতকাল উত্তর কলকাতার টালা প্রত্যয় থেকে শুরু করে ২৫ পল্লি, ৭৪ পল্লি, বেহালা নতুন দল, বেহালার বরিষা ক্লাব, অজেয় সংহতি, ৪১ পল্লি, বোসপুকুর তালবাগান, শীতলা মন্দির, বালিগঞ্জ ২১ পল্লি, আদি বালিগঞ্জ ক্লাব, আলিপুর সার্বজনীন, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, কালীঘাট মিলন সংঘের মতো পুজোগুলির উদ্বোধন করেছিলেন মমতা। এদিকে আজও সশরীরে মোট ১২ টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে রয়েছে ভবানীপুর শীতলা মন্দির, গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিন ক্লাব,মুদিয়ালি, বাদামতলা আষার সংঘ, ত্রিধারার মতো ক্লাবগুলি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)