• ছাত্রীদের যাতায়াতের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু শহরে
    এই সময় | ০৫ অক্টোবর ২০২৪
  • ছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য বিনামূল্যে দু’টি বাস সার্ভিস চালু করল কৃষ্ণনগর পুরসভা। শুক্রবার থেকে শহরে এই বিশেষ পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হল। এই পরিষেবাটি শুধুমাত্র ছাত্রীদের জন্য। প্রাথমিকভাবে অন্তত এমনটাই ঠিক হয়েছে। এলাকার স্কুলের ছাত্রীদের স্কুলে নিয়ে যাওয়া এবং ছুটির পরে বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।পুরসভার চেয়ারম্যান রীতা দাস বলেন, ‘স্কুল শুরুর ঘণ্টা খানেক আগে গুরুত্বপূর্ণ রাস্তার নির্দিষ্ট স্টপেজে দাঁড়াবে স্কুল বাস। বাড়ি ফেরার সময়েও ওই একই পথে ফিরবে বাস দুটি। নির্দিষ্ট স্টপেজে এসে বা স্কুলের সামনে থেকে বাসে উঠতে, নামতে পারবে ছাত্রীরা।’ জানা গিয়েছে, বাসের মধ্যে ছাত্রীদের নজরদারির জন্য মহিলা কর্মীদের রাখা হবে।

    ভবিষ্যতে প্রয়োজন হলে এই বাস পরিষেবা আরও বাড়ানো হবে। ছাত্রদের জন্যও একই পরিষেবা চালু করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। জানা গিয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা মিলবে। বাসে চালক ছাড়া সকলেই থাকবেন মহিলা। থাকবে সিসিটিভি এবং সাউন্ড সিস্টেমের ব্যবস্থা। এ জন্য সমস্ত প্রয়োজনীয় অনমুতি নেওয়া হয়েছে।

    জানা গিয়েছে, বাস দু’টির প্রাথমিক পর্যায়ের রুটও ঠিক হয়েছে। শক্তিনগর পাঁচ মাথার মোড় থেকে একটি বাস ছাড়বে। অন্য একটি বাস ঘূর্ণি, হালদারপাড়া মোড় থেকে রাধানগর হয়ে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় চত্বরে আসবে। সেখান থেকে সামনের স্কুলের দিকে (রুটে) এগোবে বাস। খুব দ্রুত সম্পূর্ণ রুট ঠিক করা হবে বলে জানানো হয়েছে।
  • Link to this news (এই সময়)