• 'দুর্ঘটনা অনেক সময়ে ঘটে যায়,' পুজো উদ্বোধনে আরজি কর-প্রসঙ্গ টানলেন মুখ্যমন্ত্রী
    আজ তক | ০৫ অক্টোবর ২০২৪
  • Mamata Banerjee: 'দুর্ঘটনা অনেক সময়ে ঘটে যায়, কেউ এড়াতে পারেন না,' বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হিন্দুস্থান পার্কের দুর্গাপুজোর উদ্বোধনে যান তিনি। সেখানে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি আরও বলেন, 'বাংলার মায়ের অসম্মান করা হল, সেটা মেনে নেওয়া হবে না।'

    তিনি আরও বলেন, 'বাংলার বাইরে, বাংলার অসম্মান যাঁরা করছেন, তাঁদের বলব, শুভবুদ্ধির উদয় হোক।' মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলার বদনাম তো অনেকে করে বেড়ায়। দুর্ঘটনা অনেক সময়ে ঘটে যায়, কেউ এড়াতে পারে না। দুঃখজনক ঘটনা দুঃখজনকই থাকে, সেটা কি মানুষ কখনও ভুলতে পারে?'

    ওয়াকিবহাল মহলের মতে, এদিন হিন্দুস্থান পার্কে দাঁড়িয়ে কার্যত নাম না করে আরজি করের ঘটনার প্রসঙ্গই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

    দুর্গাপুজোর আবহলেও আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আরজি করের ঘটনার সুবিচার ও হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি করছেন জুনিয়র চিকিৎসকরা। এরই মধ্যে দুর্গাপুজোর সময়ও কর্মবিরতি চললে, স্বাস্থ্যব্যবস্থায় তা বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। তবে জুনিয়র চিকিৎসকরা বলছেন, তাঁদের পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন তাঁরা চালিয়ে যাবেন। 

    উল্লেখ্য, মহালয়ার দিনও প্রতিবাদ কর্মসূচি ছিল জুনিয়র চিকিৎসকদের। ধর্মতলা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত 'মহামিছিলে' সামিল হন জুনিয়র ডাক্তাররা। আর তাতেই উৎসবের আবহে কিছুটা হলেও আন্দোলনের আঁচ পড়েছে। এর আগে মুখ্যমন্ত্রীর 'উৎসবে ফিরুন' আর্জি নিয়ে সমালোচনা করেছিলেন আন্দোলনরত চিকিৎসকরা। এমন প্রেক্ষাপটে দুর্গাপুজোর দিনগুলিতে আন্দোলনের পরিস্থিতি কোন পর্যায় পৌঁছায়, সেটাই দেখার। 
  • Link to this news (আজ তক)