• আন্দোলনে সাময়িক বিরতি? ফের পুরো দমে অনুদানে রাজ্য! ১১-১২ ক্লাসের সবাই পাবেন ট্যাবলেট
    ২৪ ঘন্টা | ০৫ অক্টোবর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর উপহার! ফের চালু হচ্ছে 'তরুণের স্বপ্ন'। স্রেফ দ্বাদশ শ্রেণিই নয়, এই প্রকল্পে এবার একাদশ শ্রেণির পড়ুয়াদেরও টাকা দেবে রাজ্য সরকার। কত? ১০ হাজার। বস্তুত, পুজোর আগেই রাজ্যের প্রায় ১৬ লক্ষ পড়ুয়ার অ্য়াকাউন্টে টাকাও জমা পড়বে। সূত্রের খবর তেমনই।

    কোভিড আতঙ্কে তখন লকডাউন চলছে। বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। এরপর যখন অনলাইনে ক্লাস শুরু হয়, তখন বিপাকে পড়ে স্কুল পড়ুয়াদের অনেকেই। কারণ, তাদের বাড়িতে ল্যাপটপ ছিল না। ২০২১ সালে পড়ুয়াদের ট্যাব কেনার জন্য় টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। প্রকল্পের নাম''তরুণের স্বপ্ন'। প্রত্যেক বছর শিক্ষক দিবসে অর্থাত্‍ ৫ সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ১০ হাজার টাকা দেওয়া হয়। এবছর সেই টাকা পাবে একাদশ শ্রেণির পড়ুয়ারাও। স্রেফ ঘোষণা নয়, বাজেটে অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দও করে রেখেছিল অর্থ দফতর।

    সেইমতো প্রস্তুতিও নেওয়া হয়েছিল। রাজ্যের সব জেলার ট্রেজ়ারির ৮৭টি অ্যাকাউন্টে মোট ১,৩৩৩ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়। ঠিক ছিল, শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে শিক্ষা দফতর। কেন? তা অবশ্য স্পষ্ট করে জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। পরে সেই টাকা দেওয়া হবে কি না বা দিলে তা কবে, সে ব্যাপারে তখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। অবশেষে সেই টাকা বিলির প্রক্রিয়া শুরু হল। 

  • Link to this news (২৪ ঘন্টা)