শান্তনু কর, জলপাইগুড়ি: পুজোর মুখে হকার উচ্ছেদকে কেন্দ্র করে ধুন্ধুমার। উত্তপ্ত জলপাইগুড়ির দিনবাজার। পুলিশের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল হকারদের বিরুদ্ধে। পালটা মারমুখী হয়ে ওঠে পুলিশ। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খন্ড বহালে জানিয়েছেন।
জলপাইগুড়ি শহরের যানজটের একটি কারণ যদি টোটো হয়, তাহলে দ্বিতীয় কারণ হকার। যারা ফুটপাত দখল করে ব্যবসা করেন দিনবাজার,ডিবিসি রোড,মার্চেন্ট রোডের মতো ব্যস্ততম রাস্তায়। এই নিয়ে একাধিকবার সতর্ক করার পাশাপাশি উচ্ছেদ অভিযানও করে পুলিশ ও পুরসভা। তার পরেও পরিস্থিতি যে কে সেই। পুজোর মুখে রাস্তা দখল করে থাকা হকারদের কারণে কেনাকাটা করতে গিয়ে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। পুলিশ সুপার উমেশ খন্ড বহালে জানান, এই নিয়ে গতকালও হকারদের সতর্ক করা হয়। তার পরেও তারা রাস্তা দখল করে পসরা সাজিয়ে বসায় অভিযানে নামে পুলিশ। রাস্তা থেকে জিনিসপত্র, ঠেলা ভ্যান সরিয়ে দেন পুলিশকর্মীরা। এই পর্যন্ত সব ঠিক ছিল।
রঞ্জন সাহা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, এর পরই রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন হকাররা। সেই সময় পুলিশের একটি ভ্যান সেই রাস্তা দিয়ে আসে। পুলিশের গাড়ির উপর চড়াও হয় কয়েকজন হকার। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশকর্মী ঘটনাস্থলে ছুটে আসেন। হকারদের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। উত্তেজিত হকারদের হঠাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ সুপার জানান, “ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাস্তা দখল করে ব্যবসা আর বরদাস্ত করা হবে না। তাতে সাধারন মানুষের সমস্যা হয়। রাস্তা দখল করে ব্যবসা বন্ধ করতে পুলিশ এখন থেকে নিয়মিত নজরদারি চালাবে।”