• RG Kar মেডিক্যালের নির্যাতিতার নাম প্রকাশ, বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা শুনবে হাই কোর্ট
    প্রতিদিন | ০৫ অক্টোবর ২০২৪
  • গোবিন্দ রায়: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের নাম প্রকাশের জের। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের(Vineet Goyal) বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চে আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা।

    আইনজীবী অনামিকা পাণ্ডে কলকাতা হাই কোর্টে বিনীতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কলকাতা পুলিশের প্রাক্তন সিপির বিরুদ্ধে এফআইআর করার আবেদন জানান। তবে কলকাতা হাই কোর্ট সেই সময় সাফ জানিয়ে দেয়, এই মামলা শীর্ষ আদালতে বিচারাধীন। সে কারণে সেই সময় এই মামলাতে হস্তক্ষেপ করেনি কলকাতা হাই কোর্ট। এর পর গত সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হয়।

    ওই শুনানিতে ওঠে বিনীত গোয়েলের প্রসঙ্গ। নির্যাতিতার নাম বলার পরেও কেন তাঁর বিরুদ্ধে একটিও এফআইআর দায়ের হল না, সে প্রশ্ন ওঠে। আইনজীবী জেঠমালানি, এই মামলার দ্রুত শুনানির আর্জি জানান। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, এই মামলা হাই কোর্টের শুনতে কোনও বাধা নেই। সেকথা এদিন হাই কোর্টে জানান মামলাকারীর আইনজীবী। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা।
  • Link to this news (প্রতিদিন)