• সিনিয়রদেরও হুমকি দিতেন আশিস, আদালতে অভিযোগ সিবিআইয়ের
    এই সময় | ০৫ অক্টোবর ২০২৪
  • এই সময়: আরজি কর হাসপাতালে সিনিয়র চিকিৎসকদেরও হুমকি দেওয়ার অভিযোগ উঠল ধৃত চিকিৎসক তথা টিএমসিপি নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে। অভিযোগ, চুন থেকে পান খসলেই ‘অবাধ্য’ চিকিৎসকদের গ্রামের হাসপাতালে ট্রান্সফার করে দেওয়ার হুমকি দিতেন তিনি। শুক্রবার,আলিপুর(২) স্পেশাল সিবিআই আদালতে এই অভিযোগ করেন সিবিআইয়ের আইনজীবী রামবাবু কানোরিয়া।শুক্রবার দুপুর দুটো নাগাদ আশিস পাণ্ডেকে এজলাসে নিয়ে আসা হয়। তাঁর পরনে ছিল কালো গোল গলা গেঞ্জি। তাতে হলুদ আর হালকা খয়েরি রং দিয়ে লেখা, ‘ইউ হ্যাভ নো আইডিয়া।’

    যদিও আদালতে হাজির করানো হলে সিবিআইয়ের আইনজীবী আশিসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘হাউসস্টাফ হয়েও আশিস আরজি করে প্রভূত ক্ষমতার অধিকারী ছিলেন। জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে টাকাও তুলতেন। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন এবং ছ’টি গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতেও অবাধ যাতায়াত ছিল তাঁর।’ মূলত আশিসকে সামনে রেখেই আরজি করে টাকা তোলার চক্র, থ্রেট কালচার সক্রিয় ছিল বলে সিবিআইয়ের আইনজীবী সওয়ালে জানান। তাঁর যুক্তি, ‘হাউস স্টাফ হিসেবে আশিসের যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও মারাত্মক দাপট ছিল আরজিকর জুড়ে। তদন্তকারী সংস্থা এখনও পর্যন্ত যতটা এগিয়েছে, তাতে এ সব তথ্য উঠে এসেছে। অভিযুক্তকে তাই আরও জেরা করার প্রয়োজন।’

    আশিসের আইনজীবী আনন্দ গঙ্গোপাধ্যায় পাল্টা বলেন,‘আমার মক্কেল আরজি করের একজন ছাত্র। তিনি ২০২২ সালে এখানে পড়তে আসেন। অথচ, হাসপাতালে দুষ্ট চক্র গড়ে উঠেছিল ২০১৩ সাল থেকে। একজন ছাত্রের পক্ষে এতটা প্রভাবশালী হয়ে ওঠা কখনওই সম্ভব নয়। তদন্তকারী সংস্থা যে সব অভিযোগের কথা বলছেন, সে সব তথ্য তাঁরা কোথা থেকে পেলেন, তা জানাচ্ছেন না। শুধুমাত্র অনুমানের ভিত্তিতে একজনকে আটকে রেখেছে।’

    বিচারক সুজিতকুমার ঝা উভয় পক্ষের বক্তব্য শুনে বলেন, ‘আশিসের বিরুদ্ধে যে তথ্য সিবিআই জমা দিয়েছে, তা গুরুত্বপূর্ণ। তাই এখনই তাঁকে জামিন দেওয়া সম্ভব নয়। আগামী সোমবার পর্যন্ত আশিসকে সিবিআই হেফাজতে থাকতে হবে।’ এদিকে, শুক্রবার সিবিআইয়ের তরফে সন্দীপ ঘোষকে ফের জেরা করার আবেদন জানানো হয়েছিল। আদালত তা মঞ্জুর করে। শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে প্রেসিডেন্সি জেলে গিয়ে সিবিআই আধিকারিকরা সন্দীপকে জেরা করতে পারবেন।
  • Link to this news (এই সময়)