৮০০ বছরের পুরনো রীতিকে ফিরিয়ে আনছে এই পুজো, জানুন 'নবপত্রিকা' নিয়ে বিশেষ ভাবনা
আজকাল | ০৫ অক্টোবর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: একদিকে বিশ্বউষ্ণায়নের জেরে যেখানে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে ক্রমাগত, তখনও পাল্লা দিয়ে চলছে বৃক্ষ নিধন। বিশ্বে প্রতি মিনিটে ১০ হাজার গাছ কাটা হয়, সমীক্ষা বলছে তেমনটাই।
বিশেষজ্ঞরা বলছেন, সময় আছে এখনও। বৃক্ষ নিধন বন্ধের নিদান দিচ্ছেন তাঁরা। শুধু তাই নয়, সমাধানের উত্তর খুঁজতে, অতীতে পাড়ি দিয়েছে বরানগর নেতাজি কলোনি দুর্গাপুজো কমিটি। প্রায় ৮০০ বছর আগে শুরু হয়েছিল গাছ পুজোর রীতি। সেই রীতিকেই ফুটিয়ে তুলেছে এবারের পুজোয়।
থিম শিল্পী প্রদীপ পাড়ুই জানিয়েছেন, গাছকে দেবী রূপে পূজা করে আসা হচ্ছে বিগত ৮০০ বছর ধরে। কিন্তু সময়ের সঙ্গে সে দিকের কথা তেমন কেউ মনে রাখে না। তবে বরানগর এবার তাই ভাবাচ্ছে সকলকে।
তাদের ভাবনা নবপত্রিকা। গাছ পুজো মানেই প্রকৃতি পুজো, গাছ পুজো করলেই প্রকৃতি বাঁচে। মন্ডপে নবপত্রিকায় নটি গাছের মধ্যে ৯ দেবীকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটি গাছে দেবীর ভিন্ন রূপ।