• ভোর ৪ টে'তেও চলবে ট্রেন! শিয়ালদার কোন লাইনে কখন পুজো স্পেশাল চলবে? রইল টাইমটেবিল
    হিন্দুস্তান টাইমস | ০৫ অক্টোবর ২০২৪
  • পুজোর জন্য শিয়ালদা ডিভিশনে স্পেশাল ট্রেন চালানো হবে। মানুষ যাতে ঠাকুর দেখতে যেতে পারেন এবং প্রতিমা দর্শনের পরে বাড়িতে ফিরতে পারেন, সেজন্য মূলত রাতেই সেই স্পেশাল ট্রেনগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে লাইনে সাধারণত যে সময় শেষ ট্রেন ছাড়ে, তারপরেও ট্রেন চালানো হবে। সেভাবেই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শিয়ালদা ডিভিশনে মোট ২০টি পুজো স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। ১৮টি চলবে রাতে। দুটি চালানো হবে দুপুর-বিকেল করে।

    দুপুর ২ টো পর থেকে সব ট্রেন চলবে। দাঁড়াবে সব স্টেশনেই। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সেরকমভাবেই পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, রেলের তরফে ষষ্ঠী হিসেবে ৯ অক্টোবর, সপ্তমী ১০ অক্টোবর, অষ্টমী ও নবমী ১১ অক্টোবর এবং ১২ অক্টোবর নবমী ও দশমী ধরে ট্রেন চালানো হচ্ছে।

    ১) ৩৩৪৩৭ শিয়ালদা-বারাসত লোকাল।

    ২) ৩৩৪৩৮ বারাসত-শিয়ালদা লোকাল।

    ৩) ৩৩৪০১ শিয়ালদা-বারাসত লোকাল।

    ৪) ৩৩৩৬৬ বনগাঁ-বারাসত লোকাল।

    ৫) ৩৩৮০১ শিয়ালদা-বনগাঁ লোকাল।

    ৬) ৩১৬৩৬ রানাঘাট-শিয়ালদা লোকাল।

    ৭) ৩১৭১২ রানাঘাট-নৈহাটি লোকাল।

    ৮) ৩১৭১১ নৈহাটি-রানাঘাট লোকাল।

    ৯) ৩১৮০১ শিয়ালদা-কল্যাণী লোকাল।

    ১০) ৩১৮৩৮ কল্যাণী-শিয়ালদা লোকাল।

    ১১) ৩১৬০১ শিয়ালদা-রানাঘাট লোকাল।

    ১২) ৩১৬৩৪ রানাঘাট-শিয়ালদা লোকাল।

    ১৩) ৩৪৫০২ শিয়ালদা-ক্যানিং মাতৃভূমি লোকাল।

    ১৪) ৩৪৩৫৫ ক্যানিং-সোনারপুর লোকাল।

    ১৫) ৩৪৬০২ শিয়ালদা-বারুইপুর লোকাল।


    ১) শিয়ালদা-রানাঘাট লোকাল: রাত ১২ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। রাত ২ টো ৩০ মিনিটে রানাঘাটে পৌঁছাবে।

    ২) রানাঘাট-শিয়ালদা লোকাল: রাত ১১ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে। শিয়ালদায় পৌঁছাবে রাত ১ টা ৪০ মিনিটে।

    ১) শিয়ালদা-কল্যাণী লোকাল: রাত ১ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। রাত ২ টো ৫০ মিনিটে কল্যাণীতে পৌঁছাবে।

    ২) শিয়ালদা-কল্যাণী লোকাল: শিয়ালদা থেকে রাত ২ টো ৩০ মিনিটে ছাড়বে। কল্যাণীতে পৌঁছাবে রাত ৩ টে ৫০ মিনিটে।

    ৩) কল্যাণী-শিয়ালদা লোকাল: রাত ১২ টা ১০ মিনিটে কল্যাণী থেকে ছাড়বে। আর শিয়ালদায় পৌঁছাবে রাত ১ টা ৩০ মিনিটে।

    ৪) কল্যাণী-শিয়ালদা লোকাল: কল্যাণী থেকে ছাড়বে রাত ৩ টেয়। শিয়ালদায় পৌঁছাবে ভোর ৪ টে ২০ মিনিটে।

    ১) রানাঘাট-কৃষ্ণনগর সিটি লোকাল: রাত ১১ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে। কৃষ্ণনগরে পৌঁছাবে রাত ১২ টা ১৭ মিনিটে।

    ২) কৃষ্ণনগর সিটি-রানাঘাট লোকাল: রাত ১২ টা ৩০ মিনিটে কৃষ্ণনগর থেকে ছাড়বে। রাত ১ টা ৫ মিনিটে রানাঘাটে পৌঁছাবে।

    ১) শিয়ালদা-বনগাঁ লোকাল: রাত ১ টা ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। বনগাঁয় পৌঁছায়ে রাত ৩ টে ১০ মিনিটে।

    ২) বনগাঁ-শিয়ালদা লোকাল: রাত ১১ টা ৫৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়বে। শিয়ালদায় পৌঁছাবে রাত ১ টা ৪৫ মিনিটে।


    ১) শিয়ালদা-ডানকুনি লোকাল: শিয়ালদা থেকে ছাড়বে রাত ১১ টা ৩০ মিনিটে। ডানকুনিতে রাত ১২ টা ১৫ মিনিটে পৌঁছাবে।

    ২) ডানকুনি-শিয়ালদা লোকাল: ডানকুনি থেকে ছাড়বে রাত ১২ টা ২৫ মিনিটে। শিয়ালদায় রাত ১ টা ৫ মিনিটে পৌঁছে যাবে।

    ১) বারুইপুর-শিয়ালদা লোকাল: বিকেল ৪ টে ৩৫ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে। বিকেল ৫ টা ২১ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।

    ২) শিয়ালদা-বারুইপুর লোকাল: শিয়ালদা থেকে ছাড়বে দুপুর ৩ টে ২৫ মিনিট থেকে। বারুইপুরে পৌঁছাবে বিকেল ৪ টে ১২ মিনিটে।

    ৩) বারুইপুর-শিয়ালদা লোকাল: বারুইপুর থেকে ছাড়বে রাত ১ টা ২৫ মিনিটে। রাত ২ টো ১০ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে। 

    ৪) শিয়ালদা-বারুইপুর লোকাল: রাত ১২ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। বারুইপুরে পৌঁছাবে রাত ১ টা ১৫ মিনিটে।

    ৫) বারুইপুর-শিয়ালদা লোকাল: রাত ৩ টে ১০ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে। শিয়ালদায় পৌঁছাবে রাত ৩ টে ৫২ মিনিটে। 

    ৬) শিয়ালদা-বারুইপুর লোকাল: রাত ২ টো ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। রাত ৩ টে ২ মিনিটে বারুইপুরে পৌঁছাবে।

    ১) শিয়ালদা-বজবজ লোকাল: রাত ১১ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ব। বজবজে পৌঁছাবে রাত ১২ টা ১৮ মিনিটে।

    ২) বজবজ-শিয়ালদা লোকাল: রাত ১২ টা ৩০ মিনিটে বজবজ থেকে ছাড়বে। শিয়ালদায় পৌঁছাবে রাত ১ টা ৩০ মিনিটে।


    পঞ্চমীর রাত থেকে নবমীর রাত পর্যন্ত ৩১১৯২ কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল পুরোটা যাবে না। কল্যাণী স্টেশন পর্যন্ত যাবে। আর ছাড়বে কল্যাণী স্টেশন থেকে। যে ট্রেনটি আদতে রাত ১১ টা ৪৬ মিনিটে কল্যাণী সীমান্ত থেকে ছেড়ে থাকে। আর রাত ১২ টা ১০ মিনিটে পৌঁছে যায় নৈহাটিতে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)