• কিশোরীর দেহ উদ্ধারে উত্তেজনা, ফাঁড়ি ভাঙচুর, পুলিশকে ঝাঁটাপেটা করলেন মহিলারা
    হিন্দুস্তান টাইমস | ০৫ অক্টোবর ২০২৪
  • রাজ্যে ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। নারী সুরক্ষায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এক নাবালিকার দেহ উদ্ধারকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে জয়নগরের মহিষমারি এলাকা। চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, মেয়ে নিখোঁজ হওয়ার পর স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে ফিরিয়ে দেন পুলিশকর্মীরা। দেহ উদ্ধারের পর এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাতে থামানো যায়নি বিক্ষোভ।

    জয়নগর থানা এলাকার কৃপাখালির মহিষমারি হাট এলাকার নিহত কিশোরীর পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল সে। কিন্তু রাত হলেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। বেশ কিছুক্ষণ খোঁজার পরেও তাকে না পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে যান পরিবারের লোকেরা। সেখানে নিখোঁজ ডায়েরি করতে চান তাঁরা। অভিযোগ, পুলিশকর্মীরা জানান এখানে অভিযোগ নেওয়া যাবে না। যেতে হবে জয়নগরে।

    সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে পুকুর থেকে উদ্ধার হয় কিশোরীর নিথর দেহ। পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। এর পরই পুলিশের ওপর গিয়ে পড়ে জনরোষ। স্থানীয় পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় জনতা। টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে পুলিশবাহিনী সেখানে এলে জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এমনকী মহকুমা পুলিশ আধিকারিককেও ঘেরাও করে রাজে উত্তেজিত জনতা। এক পুলিশকর্মীকে ঝাঁটাপেটা করতে দেখা যায় স্থানীয় মহিলাদের। 

    নিহত কিশোরীর পরিবারের দাবি, সময়মতো পুলিশ ডায়েরি করে খোঁজা শুরু করলে কিশোরীকে বাঁচানো যেত। পুলিশের গাফিলতিতেই এই মৃত্যু।

    এই ঘটনায় ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিলি লিখেছেন, ‘স্তম্ভিত! শিহরিত! কুলতলী থানা এলাকার কৃপাখালী এলাকায় টিউশন পড়ে ফেরার পথে বলপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হলো চতুর্থ শ্রেণীর একজন নাবালিকা ছাত্রীকে। পরে নদীর চর থেকে গ্রামবাসীরা উদ্ধার করলেন ছোট্ট মেয়েটির নিথর দেহ। মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রশ্ন, দেবীপক্ষের সূচনাতেও নিস্তার নেই বাংলার মেয়েদের! আপনার অপশাসনে আর কতগুলি বাংলার মেয়ের এই পরিণতি হবে!! ছিঃ'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)