টানা ১ সপ্তাহ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কবে থেকে শুরু?
আজ তক | ০৫ অক্টোবর ২০২৪
রাজ্যের আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হল। নিম্নচাপের প্রভাব কাটলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। পুজোর মধ্যেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফের বৃষ্টির পূর্বাভাস জারি
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে ১১ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি হলেও তা বিক্ষিপ্ত ভাবে হতে পারে।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ১১ অক্টোবর পর্যন্ত উত্তরের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে রবিবারের পর ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। মাঝে মধ্যে হাল্কা বৃষ্টি হতে পারে।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৮৭ শতাংশ।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১২ ঘণ্টায় উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিমি। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
কেমন থাকবে তাপমাত্রা?
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।