গত ২ অক্টোবর নিউ টাউনের সিটি স্কোয়ারে এই পুজোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় যেখানে মণ্ডপের উদ্যোক্তারা সমাজের বিভিন্ন স্তরের ১০৮ জন সফল নারীকে শ্রদ্ধা, সম্মান জানিয়ে ও তাঁদের হাত দিয়ে ১০৮ টি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির সভাপতি শ্রী লক্ষীকান্ত কর এবং সম্পাদক শ্রী সমরেশ দাস মহাশয় উদ্বোধনী অনুষ্ঠানে আগত সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে উৎসবের দিনগুলিতে সৌভ্রাতৃত্বের বাতাবরণ তৈরি করে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি রক্ষা করতে আহ্বান জানান।
এই মণ্ডপ টি তৈরি হয়েছে বাঁশ, খড় ও মাটি দিয়ে যা শিল্প ভাবনার বিচারে দেখলে দৃষ্টিনন্দন। মণ্ডপে প্রবেশের সঙ্গে সঙ্গে অজন্তা গুহার চিত্রপট এক নান্দনিক তাৎপর্য বহন করেছে। আশেপাশের দেওয়ালের ম্যুরাল প্রাচীন উজ্জয়নী নগরীর অবস্থান নির্দিষ্ট করে। বিগত বছরেও কলকাতার বড় পুজোগুলির সঙ্গে একাসনে বসার জায়গা করে নিয়েছে নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো, এবারেও তা ব্যতিক্রম নয়।
পুজোর উদ্বোধন ছাড়াও সমিতি তাঁদের চিরায়ত বৈশিষ্ট্য বজায় রেখে বিভিন্ন ফুড ব্লগারদের আমন্ত্রণ জানিয়ে উদ্বোধন করেন। এরই সঙ্গে তাঁদের আর এক অভিনব প্রচেষ্টা 'আহারে সর্বজনীন'। মন্ডপ পরিদর্শনের সঙ্গে বাঙালি রসনার উপযুক্ত খাওয়া-দাওয়ার জন্য ফুড স্টল এবং মেলাও রয়েছে, যা ১৬ ই অক্টোবর পর্যন্ত চলবে। এই বিশাল মাঠে দর্শকদের অনেকক্ষণ ভালোভাবে সময় কাটানোর সুযোগ করে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের শেষে 'শারদ পাতা' নামে সমিতি কর্তৃক প্রকাশিত একটি সুন্দর পত্রিকার আবরণ উন্মোচন করা হয়, যাতে বর্তমান সময়ের অনেক নামিদামি লেখকের লেখা রয়েছে।