• হেলে পড়ল ৬ মাস পুরনো পাঁচতলা বিল্ডিং, বেলুড়ে শোরগোল
    এই সময় | ০৫ অক্টোবর ২০২৪
  • মাত্র ৬ মাস আগে তৈরি হওয়া পাঁচ তলা বিল্ডিং হেলে পড়ায় তীব্র আতঙ্ক তৈরি হল হাওড়ার বেলুড়ের রাজেন শেঠ লেনে। এখনও পর্যন্ত ওই বিল্ডিংটির নির্মাণ কাজ শেষ হয়নি। একটি মাত্র পরিবার সেখানে বসবাস করত। তাদের শনিবার সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ দিকে ফ্ল্যাটের নির্মাতাদের কোনও হদিশ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এই বিল্ডিং তৈরির জন্য প্রয়োজনীয় অনুমতি ছিল না বলেই অভিযোগ স্থানীয়দের। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।জানা গিয়েছে, ওই বিল্ডিংটি হাওড়ার বেলুড়ের রাজেন শেঠ লেনে অবস্থিত। মাত্র ৬ মাস হল তা তৈরি হয়েছে। একটি পরিবার সপ্তাহ খানেক আগে ওই বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে বসবাস করতে আসে। শুক্রবার রাতে আচমকাই ওই পরিবারের সদস্যরা লক্ষ্য করেন বাড়ির আসবাব একটি নির্দিষ্ট দিকে সরে যাচ্ছে।

    শনিবার সকালে বাড়ির বাইরে এসে তাঁরা দেখেন, বিল্ডিংটি বিপজ্জনকভাবে একটি দিকে হেলে গিয়েছে। তীব্র আতঙ্কে পরিবারের সদস্যরা বাইরে পথে নামেন। ওই এলাকাটি এমনিতেই ঘনবসতিপূর্ণ। ফলে বিল্ডিং ক্ষতিগ্রস্ত হলে প্রভাব পড়বে লাগোয়া বাড়িগুলিতেও।

    এই খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। বিল্ডিংটির আশেপাশের বাড়ির বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর এরপরেই বিক্ষোভ দেখান তাঁরা। একাধিকবার প্রোমোটারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ওই বিল্ডিংয়ের ফ্ল্যাটগুলির ক্রেতারা। কিন্তু তিনি ফোন তোলেননি।

    প্রতিবেশীদের অভিযোগ, একেবারে স্বল্প জায়গায় জি প্লাস ফোর বিল্ডিংটি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। এই ঘটনায় পুজোর মুখে বহু মানুষের আশ্রয় অনিশ্চিত হয়ে পড়ল বলে অভিযোগ প্রতিবেশীদের। তাঁদের কথায়, ‘ওই বিল্ডিংয়ের কাছের বহু বাড়ির বাসিন্দারাও আতঙ্কে ভুগছেন।’ এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। এই ঘটনায় বালি পুরসভার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
  • Link to this news (এই সময়)