• পুজোর আগেই শহরে একাধিক রুটে অটো ভাড়া ঊর্ধ্বমুখী, নাকাল যাত্রীরা
    এই সময় | ০৫ অক্টোবর ২০২৪
  • পুজোয় বোনাস বা বাড়তি কিছু উপার্জনের ইচ্ছা থাকে সকলেরই। সেরকমই গণপরিবহণ ব্যবস্থায় অটো-টোটোর ভাড়াও বাড়িয়ে দেওয়া হয় পুজোর চার বা পাঁচদিনের জন্য। তবে, পুজোর আগেই শহরের একাধিক রুটের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। অকাল ভাড়া বৃদ্ধির কারণে নাজেহাল যাত্রীরা।যাত্রীদের অভিযোগ, উল্টোডাঙা থেকে শোভাবাজার মেট্রো রুটে ভাড়া বাড়িয়েছেন অটো চালকরা। পুজোর ক’দিন তা আরও বাড়বে বলে আশঙ্কা। দক্ষিণ কলকাতায় রাসবিহারী থেকে গড়িয়াহাট রুটেও বেড়েছে অটো ভাড়া। উল্টোডাঙা থেকে শোভাবাজার কিংবা আহিরীটোলা লঞ্চঘাট রুটে ভাড়া বেড়েছে বলে দাবি করা হচ্ছে। পুজোর আগেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে অটো ভাড়া কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে নিত্য যাত্রীরদের।

    উল্টোডাঙা-আহিরীটোলা রুটে প্রতি বছর শ্রাবণ মাসে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি, পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত টানা এই রুটে পাঁচ টাকা ভাড়া বাড়ানো হয়। তবে, যাত্রীদের অভিযোগ, পুজোর আগেই উল্টোডাঙা-শোভাবাজর মেট্রো রুটে বেশি ভাড়া নিচ্ছে অটো চালকদের একাংশ। ১৫ টাকার ভাড়া বেড়ে হয়েছে ২০ টাকা। যে কারণে ক্ষোভ জমছে যাত্রীদের মধ্যে। এক যাত্রীর কথায়, ‘পুজোর সময় ৫-১০ টাকা ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়ে আপত্তি নেই। কিন্তু, এখন থেকে ভাড়া বাড়িয়ে দিলে আমরা কোথায় যাব?’

    রাসবিহারী-গড়িয়াহাট রুটেও ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ১১ টাকা থেকে ভাড়া বাড়িয়ে ১৩ টাকা নিচ্ছেন অনেক অটো চালকরা বলে অভিযোগ যাত্রীদের। পুজোর এক সপ্তাহ আগেই এই রুটে যাত্রী সংখ্যা অনেকটাই বেড়ে যায়। পুজোর মার্কেটিং-এর জন্য প্রচুর এই অঞ্চলে ভিড় করেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে বেশি ভাড়া নিচ্ছেন অনেকেই বলে দাবি যাত্রীদের। যদিও, গড়িয়াহাট অটো ইউনিয়নের দাবি, পুজোর সময় ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ভাড়া বেশি নেওয়ার কোনও বিষয় নেই।

    শহরের আরও একাধিক রুটে ঝোপ বুঝে কোপ মারছেন অনেক অটোচালকই, অভিযোগ নিত্য যাত্রীদের। গড়িয়াহাট রুটের এক অটো চালকের দাবি, যেভাবে তেলের দাম বেড়েছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তাতে পুজোর সময় ২-৫ টাকা ভাড়া বেশি নিলে যাত্রীদের অসন্তোষ হওয়ার কথা নয়। পুজোর সময় যাতো বাড়তি উপার্জন হয়, সেই কথা মাথায় রেখেই ভাড়া বাড়াতে হয়।
  • Link to this news (এই সময়)