• নার্সের দিকে রড তুলে ছুটে গেল রোগীর স্বামী, তারপর...! ভয়ঙ্কর কাণ্ড হাসপাতালে
    হিন্দুস্তান টাইমস | ০৫ অক্টোবর ২০২৪
  • দ্বিতীয় দফায় কর্মবিরতি তুলে নিয়ে সবেমাত্র কাজে ফিরেছেন ডাক্তাররা। মূলত নিরাপত্তার দাবিতে কর্মবিরতি করেছিলেন তারা। ঠিক সেই অবহে ফের স্বাস্থ্যকর্মীকে মারধর করার চেষ্টার অভিযোগ উঠল। দার্জিলিংয়ের ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে এক নার্সকে মারধর করার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে রোগীর পরিবারের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে পড়েছে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা।


    জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম পরেশু কাছুয়া। তিনি ভোজনারায়ণ চা বাগানের বাসিন্দা। প্রসব যন্ত্রণা ওঠায় তিনি স্ত্রীকে ওই গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছিলেন। তবে অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে হাসপাতালে তাকে দেখা হয়নি। নার্সদের দেখার কথা থাকলেও তিনি দেখেননি। তাই নিয়ে বচসার জেরে তিনি লোহার রড হাতে করে নার্সকে মারতে উদ্যত হন। নার্সের দিকে তিনি তেড়ে যান। যদিও শেষ পর্যন্ত নার্সের গায়ে হাত তুলতে পারেননি ওই ব্যক্তি। হাসপাতালের অন্যান্য নার্স ও নিরাপত্তা কর্মীরা সঙ্গেসঙ্গে ওই ব্যক্তিকে ধরে ফেলেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার। পরেশের অভিযোগ, তিনি স্ত্রীর সমস্যার কথা বারবার জানান নার্সকে। তাসত্ত্বেও স্ত্রীর চিকিৎসা ব্যবস্থা করা হয়নি। সেই কারণেই তিনি ক্ষুব্ধ হয়ে যান নার্সের উপর। 

    তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ওই নার্স দেখার জন্যই যাচ্ছিলেন। তখনই অভিযুক্ত ব্যক্তি লোহার রড হাতে তুলে নিয়ে তাঁকে মারতে উদ্যত হন। পরবর্তীতে হাসপাতালে থাকা অন্য নার্স এবং সিভিল ডিফেন্সের কর্মীরা অভিযুক্তের হাত থেকে রড ছিনিয়ে নেন। 

    খবর পেয়ে সেখানে পৌঁছয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। জানা গিয়েছে, পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।এ দিনের ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। নার্সের বক্তব্য, ওই ব্যক্তির স্ত্রী প্রসূতি বিভাগে ভর্তি ছিলেন। তার অবস্থা ঠিকঠাকই ছিল।  অথচ তার স্বামী দেখার জন্য জোর করেন। তারপরে তিনি প্রসূতিকে দেখতে গিয়েছিলেন। আর তখনই তার পিছু নিয়ে লোহার রড দিয়ে হামলা চালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। 

    এবিষয়ে এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ওই প্রসুতির প্রসবের সময় না আসা সত্ত্বেও পরিবার নার্সের সঙ্গে বচসায় জড়ায়। তার স্বামী উত্তেজিত হয়ে মারার চেষ্টা করেন। নিরাপত্তা রক্ষীরা আটকাতে সক্ষম হন। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)