খুনের কথা স্বীকার করেছে ধৃত মোস্তাকিন, জয়নগরে কিশোরীর দেহ উদ্ধারে জানালেন SP
হিন্দুস্তান টাইমস | ০৫ অক্টোবর ২০২৪
জয়নগরের মোষমারিতে কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার যুবক নিজের অপরাধ স্বীকার করেছে বলে দাবি করলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি। তিনি জানিয়েছেন, গ্রেফতার মোস্তাকিন সরদার অপরাধ কবুল করেছে। অভিযুক্তকে গ্রেফতারের পরেও কেন জনরোষ থামছে না তা খতিয়ে দেখছে পুলিশ।
পড়তে থাকুন - অপেক্ষা আর কয়েক দিনের, ভারতের আরও ৬০০ কিমি কাছে চলে আসবে আফ্রিকা
জয়নগরের মোষমারিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ওই ঘটনায় মোস্তাকিন সরদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, ‘রাত ৯টা নাগাদ শিশুটির নিখোঁজ হওয়ার খবর পায় পুলিশ। সঙ্গে সঙ্গে তদন্তে নামেন আধিকারিকরা। রাত সাড়ে ১২টায় অপহরণের মামলা রুজু করা হয়। কয়েক ঘণ্টার মধ্যে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। খুনের কথা স্বীকার করেছে সে। তবে খুনের আগে নাবালিকার ওপর কোনও রকম অত্যাচার হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে।’
ওদিকে পরিবারের দাবি, থানায় অভিযোগ জানাতে গেলেও ফিরিয়ে দেয় পুলিশ। শিশুটিকে নৃশংস ভাবে অত্যাচার করা হয়েছে। নিহত কিশোরীর বাবার দাবি, আমার বিচার চাই। দোষীর ফাঁসি চাই।
শুক্রবার বিকেলে গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায় চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। রাতে বাড়িতে না ফেরায় শুরু হয় খোঁজ। গভীর রাতে এলাকারই জলা জমির পাশ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। এর পরই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ভাঙচুর হয় মোষমারি ফাঁড়ি। আগুন লাগানো হয় সেখানে। পুলিশকে ঝাঁটাপেটা করেন স্থানীয় মহিলারা। বিক্ষোভ সামাল দিতে গিয়ে ১২ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে দাবি দাবি পুলিশের।