• শহরের প্রাণকেন্দ্রে চিকিৎসকদের মাথায় করে তক্তাপোষ টানতে বাধ্য করল কলকাতা পুলিশ
    হিন্দুস্তান টাইমস | ০৫ অক্টোবর ২০২৪
  • ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে খাটিয়াবোঝাই ভ্যান যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। শুক্রবার মঞ্চ বাঁধতে অসহযোগিতার পর এবার পুলিশের বাধায় বাধ্য হয়ে মাথায় করে খাটিয়া বইলেন চিকিৎসকরা। শনিবার দুপুরে কলকাতার কেন্দ্রবিন্দুতে এই দৃশ্যের সাক্ষী রইলেন সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। ধমর্তলায় জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চের অনুমতি দেওয়া যাবে না বলে আগেই জানিয়ে দিয়েছে লালবাজার। শনিবার ইমেল করে সেকথা জানানো হয় আন্দোলনকারীদের।


    পড়তে থাকুন - অপেক্ষা আর কয়েক দিনের, ভারতের আরও ৬০০ কিমি কাছে চলে আসবে আফ্রিকা

    শুক্রবার সন্ধ্যায় দাবিপূরণের জন্য সরকারকে ২৪ ঘণ্টা সময় দিয়ে ধর্মতলায় ধরনায় বসেন জুনিয়র চিকিৎসকরা। অভিযোগ, তখন সেখানে ডেকরেটরের কর্মীদের মঞ্চ বাঁধতে বাধা দেন কলকাতা পুলিশের আধিকারিকরা। পুলিশের হুমকির মুখে এলাকা ছেড়ে পালিয়ে যান মঞ্চ বাঁধার কাজে নিযুক্ত কর্মীরা। এর পর বৃষ্টি ভিজে নিজেরাই মঞ্চ বাঁধেন চিকিৎসকরা।

    শনিবার ধরনা মঞ্চে কিছু তক্তাপোষ প্রয়োজন হয়। সেই ভ্যান সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে ভ্যানে করা আসছিল ধরনা মঞ্চে। অভিযোগ, ধর্মতলায় চার মাথার মোড়ে ভ্যানগুলিকে আটকায় পুলিশ। খবর পেয়ে সেখানে পৌঁছে যান আন্দোলনকারী চিকিৎসকরা। তাদের সঙ্গে বচসায় জড়ান পুলিশকর্মীরা। এর পর ভ্যান থেকে তক্তাপোষগুলি নামিয়ে মাথায় করে ধরনা মঞ্চে নিয়ে যান চিকিৎসকরা। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে উত্তেজনা ছড়ায় ধরনা মঞ্চে। চিকিৎসকদের মাথায় করে তক্তাপোষ বইতে দেখে গাড়ি দাঁড় করিয়ে দেন অনেকে।


    এদিনই ধর্মতলায় ধরনার অনুমতি দেওয়া হয়নি বলে ইমেলে আন্দোলনকারীদের জানিয়ে দিয়েছে লালবাজার। শনিবার রাত সাড়ে ৮টায় শেষ হবে চিকিৎসকদের দেওয়া ডেড লাইন। তার মধ্যে দাবি মানা না হলে আমরণ অনশন শুরু করবেন বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)