• ইন্ডিগোতে নেটওয়ার্ক বিভ্রাট, দেশজুড়ে যাত্রীদের চরম ভোগান্তি
    আজকাল | ০৫ অক্টোবর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নেটওয়ার্কে সমস্যার কারণে ইন্ডিগো বিমানে যাত্রী ভোগান্তি। শনিবার গোটা দেশজুড়েই এই যাত্রী ভোগান্তি হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে নেটওয়ার্ক সঠিকভাবে কাজ না করার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। এরফলে বিমানবন্দরে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হলেন।

    এদিন ইন্ডিগোর ওয়েবসাইট এবং বুকিং পরিষেবাও এরফলে বিঘ্নিত হয়। যাত্রীরা বিমানে ওঠার সময় লম্বা লাইনে দাড়িয়ে পড়ে। তবে পরে ইন্ডিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে পরিষেবা স্বাভাবিক রাখার জন্য তারা সব ধরণের চেষ্টা করছেন। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশি সময় লাগবে না। এক যাত্রী বলেন, দ্রুত এক জায়গায় যাওয়ার কথা ছিল।

    তবে এই পরিস্থিতিতে কিছুই করার নেই। অন্য এক যাত্রী বলেন, যেভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে তা মাথায় রেখে ইন্ডিগো কর্তৃপক্ষের উচিত ছিল আগে থেকে এর ব্যাকআপ রেখে দেওয়া। তবে তারা তা না করে যাত্রীদের সমস্যা বাড়িয়েছেন।
  • Link to this news (আজকাল)