• পুজোয় বৃক্ষরোপণের বার্তা, 'কল্পতরু' ভাবনায় তৈরি হচ্ছে নিউটাউন সিএ ব্লকের মণ্ডপ
    আজকাল | ০৫ অক্টোবর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পুজোয় এবার গাছ বাঁচানো এবং বৃক্ষরোপণের বার্তা। নিউটাউন সিএ ব্লকের পুজো মণ্ডপ তৈরি হচ্ছে 'কল্পতরু' ভাবনায়। বুধবার মহালয়া। পুজোর গন্ধ আনাচেকানাচে। মণ্ডপ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এবারেও দর্শকদের নজর কাড়তে বিশেষ ভাবনায় সাজছে নিউ টাউন সিএ ব্লক সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ।

    পুজো কমিটর সদস্যদের কথায়, বর্তমান সময়ে অবিরত গাছ কেটে তৈরি হচ্ছে বড় বড় বিল্ডিং। বসতি তৈরির কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে চলছেন মানুষরাই।সমাজকে সচেতন করতেই এবছর গাছ বাঁচানো ও পরিবেশ বাঁচানোর ওপরে জোর দিয়েই তৈরি হচ্ছে মণ্ডপসজ্জা। গাছ বাঁচলে মানুষ বাঁচবে, এই বার্তা নিয়েই শিল্পী প্রবীর সাহার হাত ধরে সেজে উঠছে মণ্ডপ।

    দুর্গাপুজোর হাত ধরে পরিবেশ রক্ষার যে বার্তা পুজো কমিটি দিচ্ছে, তাতে দর্শকরাও সাধুবাদ দেবেন বলে আশাবাদী উদ্যোক্তারা। দিনরাত এক করে চলছে সেই বিশেষ পুজো মণ্ডপের প্রস্তুতি।

    নিউ টাউন সিএ ব্লক সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা আরও জানিয়েছেন, চলতি বছরে পুজোর বাজেটে খানিকটা কমিয়ে অভয়া ক্লিনিকে দান করা হবে। এই কমিটির পক্ষ থেকে অভয়া ক্লিনিককে ২০ হাজার টাকা তুলে দেওয়া হবে। সরকারের দেওয়া অনুদান তারা প্রত্যাখ্যান করেছে।
  • Link to this news (আজকাল)