চাকরি পাকা করতে প্রেমিককে সঙ্গে নিয়ে নাবালক ভাইকে খুন তরুণীর
এই সময় | ০৬ অক্টোবর ২০২৪
এই সময়, খড়্গপুর: বাবার মৃত্যুর দু’বছর পরে ডাই-ইন-হারনেসে রেলে চাকরি পেয়েছিল তরুণী। কিন্তু ভাই সাবালক হলে সেই চাকরি নিয়ে ভবিষ্যতে আইনি সমস্যা হতে পারে। পথের কাঁটা সরাতে নাবালক ভাইকে খুন করার অভিযোগ উঠেছে লিজা সিং ও তার প্রেমিকের বিরুদ্ধে। শুক্রবার খড়্গপুর টাউন থানার নয়াখুলির বাড়ি থেকে নিখোঁজ হয় মনোজিৎ সিং (১০)। ভাই-এর হদিশ পেতে আত্মীয়দের বাড়িতে গিয়ে কান্নাকাটি করে লিজা। এমনকী অপহরণের গল্পও ফাঁদে বলে অভিযোগ।শনিবার বাড়ির পাশে পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে নিখোঁজ নাবালকের দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে নাবালককে খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে ওই পরিত্যক্ত ঘরে। ঘটনার পিছনে রয়েছে তার দিদি ও তার এক সঙ্গী। দু’জনক আটক করে জেরা শুরু করলে খুনের কথা স্বীকার করে তারা। এরপরেই দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।
বছর দুই আগে মারা যান মনোজিতের বাবা রেলকর্মী রাজু সিং। মাস খানেক আগে ডাই-ইন-হারনেস গ্রাউন্ডে বাবার চাকরি পায় লিজা। চাকরি পাওয়ার শর্ত হিসেবে নাবালক ভাইয়ের কাছে নো-অবজেকশন সার্টিফিকেট লিখে নেয় সে। কিন্তু মনোজিৎ সাবালক হলে এবং সে বিয়ে করলে নাবালক অবস্থায় দেওয়া ভাইয়ের সম্মতি টিকবে না জানার পরে প্ল্যান তৈরি করে লিজা।
এরপরেই প্রেমিকের সঙ্গে বসে নাবালক ভাইকে খুন করার পরিকল্পনা করে বলে অভিযোগ। ভাইকে আটকে রেখে দুষ্কৃতীরা মুক্তিপণ চাইছে বলে গল্প ফাঁদে তরুণী। মনোজিতের মা দিজিয়া খড়্গপুর টাউন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। প্রতিবেশীরা জানিয়েছেন, শনিবার দুপুরে ওই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তাঁরা পুলিশে খবর দেন। রেল কোয়ার্টারের পরিত্যক্ত ঘর থেকে মনোজিতের দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয় লিজার উপরে।
থানায় তুলে আনা হয় তার বন্ধুকেও। টানা জেরায় ভেঙে পড়ে খুনের কথা তারা স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ‘শনিবার দুপুরে খড়্গপুর এলাকায় রেলের পরিত্যক্ত কোয়ার্টার থেকে এক নাবালকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ মৃত নাবালকের দিদি এবং তাঁর এক বন্ধুকে গ্রেপ্তার করেছে।’
জানা গিয়েছে, রেলকর্মী বাবার মৃত্যুর পর ডাই-ইন-হারনেসে নাবালক ভাইয়ের নো অবজেকশন নিয়ে রেলে চাকরি পায় সাবালিকা দিদি। ভবিষ্যতে সে বিয়ে করলে এবং ভাই সাবালক হয়ে বিগড়ে যেতে পারে এই আশঙ্কায় তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে অভিযুক্তরা।