• প্রতিবাদীদের সাথে সাংবাদিকদেরও পেটাল ধর্ষণের প্রমাণ লোপাটে অভিযুক্ত কলকাতা পুলিশ
    হিন্দুস্তান টাইমস | ০৬ অক্টোবর ২০২৪
  • জয়নগরে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রীর দেহের ময়নাতদন্ত ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল কলকাতার কাঁটাপুকুর মর্গে। শনিবার বিকেলে জয়নগর থেকে দেহ সেখানে এসে পৌঁছলে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন বামপন্থীরা। সংবাদমাধ্যমের সামনেই বিক্ষোভকারীদের লাথি - ঘুসি মেরে সরিয়ে দেয় পুলিশ। এর পর পুলিশের রোষ গিয়ে পড়ে সংবাদমাধ্যমের কর্মীদের বিরুদ্ধে। একাধিক সাংবাদিককে মারধর করা হয় বলে অভিযোগ। সংবাদমাধ্যমের ক্যামেরা ভাঙে পুলিশ।


    পড়তে থাকুন - অপেক্ষা আর কয়েক দিনের, ভারতের আরও ৬০০ কিমি কাছে চলে আসবে আফ্রিকা

    শনিবার বিকেলে জানা যায় কলকাতার কাঁটাপুকুর মর্গে হবে নিহত চতুর্থ শ্রেণির ছাত্রীর দেহের ময়নাতদন্ত। তার পর থেকেই কাঁটাপুকুর মর্গের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বামপন্থীরা। দেহ মর্গে পৌঁছলে উত্তেজনা চরমে ওঠে। বিক্ষোভকারীদের হঠাতে তাদের লাথি - ঘুসি মারতে থাকে পুলিশ। পুলিশের মারে নাক মুখ ফেটে যায় কয়েকজন বিক্ষোভকারীর। কালো কাপড়ে মুখ ঢাকা মহিলা পুলিশকর্মীরা বাম নেত্রী দীপ্সিতা ধরকে চুলের মুঠি ধরে বাইরে বার করে দেন।

    এর পর সংবাদমাধ্যমের কর্মীদের ওপর নজর পড়ে পুলিশের। বেশ কয়েকটি বৈদ্যুতির সংবাদমাধ্যমের সাংবাদিক ও চিত্রগ্রাহকদের মারধর করেন পুলিশকর্মীরা। পুলিশের মারে কয়েকটি ক্যামেরা ও ছবি তোলার অন্যান্য সরঞ্জাম ভেঙে যায়। তবে সংবাদমাধ্যমের ওপর পুলিশ কেন হামলা চালাল তার কোনও জবাব পাওয়া যায়নি।


    পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজই হবে কিশোরীর দেহের ময়নাতদন্ত। তবে সমস্ত প্রক্রিয়া শেষ করে আজই ময়নাতদন্ত সম্ভব কি না সেব্যাপারে আলোচনা করছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। ওদিকে কাঁটাপুকুর মর্গ ঘিরে রেখেছেন, বামপন্থী ও বিজেপির কর্মীরা। দেহ সংরক্ষণের দাবিতে অনড় তারা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)