অবৈধভাবে ভারতে প্রবেশের আগে মেচি নদীতে তলিয়ে মৃত্যু
বর্তমান | ০৬ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, নকশালবাড়ি: শনিবার অবৈধভাবে নেপাল সীমান্ত পেরোতে গিয়ে মেচি নদীতে তলিয়ে মৃত্যু হল এক মহিলার। পুলিস জানিয়েছে, মৃতার নাম হেমা খয়রেল (৩৫)। তিনি নেপালের গৌরিগাঁওয়ের বাসিন্দা। তবে কোনওমত প্রাণে বাঁচেন আরও দুই জন। তারা নেপালে ফিরে যান।
পুলিস সূত্রে খবর, এদিন সকালে ঘটনাটি ঘটে খড়িবাড়ি ব্লকের ছোটো বদরাজোতে। নেপাল সীমান্ত পানিট্যাঙ্কির মূল সেতু থেকে এক কিমি দূরে মেচি নদী পেরিয়ে নেপাল থেকে ভারতের দিকে আসছিলেন তিন মহিলা। তবে নদীর মাঝামাঝি এসে স্রোতে তিনজন তলিয়ে যান। তাদের মধ্যে দুই জন কোনওমতে নেপাল দিকে ডাঙায় উঠতে পারলেও হেমা ভেসে যান। পরে বেশ কিছু দূরে নদীর চরে তার নিধর দেহ ভেসে উঠে। যা দেখতে পেয়ে স্থানীয়রা খড়িবাড়ি থানায় খবর দেন। পরে পুলিস ও এসএসবির ৪১তম ব্যাটালিয়ানের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
পুলিসের এক তদন্তকারি আধিকারিক বলেন, ওই মহিলারা চোরাপথে ভারতে প্রবেশ করত। এখান থেকে কাপড়, মুদি সামগ্রী সহ শাকসব্জি কিনে নেপালে নিয়ে বিক্রি করত। নেপাল সরকার ১০০ টাকার বেশি মূল্যের জিনিসে ট্যাক্স সংগ্রহ করে। তা এড়িয়ে যেতেই নদী পারাপার করে এই মহিলারা।
গত ২৭ সেপ্টেম্বর সীমান্তের নকশালবাড়ি ব্লকের বড় মনিরামজোতে মেচি নদীতে তলিয়ে মৃত্যু হয়েছিল এক দুধ বিক্রেতার। তার দু’দিন আগে ২৫ সেপ্টেম্বর সীমান্তের নকশালবাড়ির ঝাপুজোতের মেচি নদীতে তলিয়ে মৃত্যু হয় এক বৃদ্ধের।