• আসানসোলের কল্যাণপুর স্কিম-২ মণ্ডপের থিম ‘পুতুল নাচের ইতিকথা’
    বর্তমান | ০৬ অক্টোবর ২০২৪
  • সুমন তেওয়ারি, আসানসোল: এবার আসানসোলের কল্যাণপুর সর্বজনীন দুর্গাপুজো স্কিম ২ এর পুজোর থিম ‘পুতুল নাচের ইতিকথা’। ৪৩তম বর্ষে তাদের থিম শিল্পাঞ্চলবাসীর নজর কাড়বে বলে উদ্যোক্তাদের দাবি। প্রতিমার অভিনব অস্ত্রসজ্জা থেকে মণ্ডপের সামনে বেহুলা-লখিন্দরের পুতুল যেন জীবন্ত। মণ্ডপসজ্জায় রাজস্থান থেকে মহারাষ্ট্র, তামিলনাড়ু থেকে কর্ণাটকের পুতুলও রয়েছে। বাংলা থেকে ওড়িশার পুতুলনাচের বৈশিষ্ট্যও দেখানো হয়েছে। পঞ্চমী থেকেই এখানে পুতুল নাচ প্রদর্শনী শুরু হবে। হারিয়ে যেতে বসা এই শিল্পকলাকে ফুটিয়ে তোলার পাশাপাশি পদ্মশ্রী শিল্পী সুরেশ দত্তকেও বিশেষ সম্মান জানানো হচ্ছে। এবার পুজো কমিটির উদ্যোগে প্রশাসনিক ভবনের সামনে এডিডিএর মাঠে বড় মেলা বসছে। পাশাপাশি সঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। পুজো কমিটির সভাপতি সিকে রেশমা বলেন, হারিয়ে যাওয়া পুতুল নাচকে আমরা ফের মানুষের সামনে তুলে ধরতে চাইছি। বাঙালি তথা দেশের এই বিশেষ শিল্পকলা যুগের পর যুগ মানুষকে আনন্দ দিয়ে এসেছে। এবারই আমরা প্রথম মেলার আয়োজন করেছি। এতে বহু দরিদ্র মানুষ উপার্জনের রাস্তা হবে।

    বারবার অভিনব থিম করে নজর কেড়েছে আসানসোল কল্যাণপুরের স্কিম ২। ঘনবসতি এলাকা একটি ছোট মাঠের মধ্যেই এমনভাবে মণ্ডপ সাজিয়ে তোলে যা টেক্কা দেয় বিগ বাজেটের পুজো মণ্ডপগুলিকে। গতবছর তাদের থিম ছিল দন্তিমায়ের দন্তে কারিগরি। হাতির দাঁত নিয়ে নানা কারুকার্য দেখানো হয়েছিল। তার আগে তাদের থিম ছিল ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’। সেই থিমের কাজ দেখতেও মানুষের ভিড় উপচে পড়েছিল। মেলার পাশাপাশি সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    এবার পুজোর থিম ফুটিয়ে তুলছেন বিশ্বভারতীর কলাভবনের প্রাক্তন ছাত্র দীপাঞ্জন পাল। তিনি বলেন, মহারাষ্ট্রের পোঙ্গল থেকে রাজস্থানের কাঠপুতলি। তামিলনাড়ুর বোমমাল্লাটাম থেকে বাংলার বেণীপুতুল সবেরই দেখা মিলবে মণ্ডপে। পাশাপাশি মণ্ডপে স্যাডো পাপেটের কাজও থাকবে। প্রতিমা গড়েছেন বর্ধমানের সিদ্ধার্থ পাল। পুতুল নাচের ক্ষেত্রে হাত ও আঙুলের বিশেষ গুরুত্ব রয়েছে। মায়ের প্রতিমায় হাতের তালুর মধ্যেই আঁকা নানা অস্ত্র। দেখানো হয়েছে মায়ের হাতের তালুতেই সবকিছু। অস্ত্র বলতে থাকছে শুধু ত্রিশূল। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাই যেন সঙ্গীতশিল্পীর ভূমিকায়।

    ক্লাবের সম্পাদক জয়দেব বর্মণ বলেন, মায়ের এখানে কোনও রুদ্রমূর্তি দেখানো হয়নি। এখানে প্রতিটি বিষয়ে দর্শনার্থীরা নতুনত্ব খুঁজে পাবেন। পুজো উদ্যোক্তা দীপক মাজি, উত্তম বন্দ্যোপাধ্যায়রা বলেন, প্রতিবারই আমরা সরকারি পুরস্কার জিতেছি। এবারও তার ব্যতিক্রম হবে না। • আসানসোলের কল্যাণপুর সর্বজনীন দুর্গাপুজো স্কিম ২-এর মণ্ডপ ও প্রতিমা।
  • Link to this news (বর্তমান)