বর্জ্যকে কী ভাবে পরিবেশবান্ধব করা যায়, দিশা দেখাল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি
আজকাল | ০৬ অক্টোবর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কলকারখানা থেকে উৎপন্ন বর্জ্য পদার্থকে কী ভাবে পরিবেশবান্ধব করে তোলা যায়, এবার সমাজকে সেই দিশা দেখাতেই উদ্যোগ নিল সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়। দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট (সিএলআরআই) ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় গত ৩ অক্টোবর এসএনইউ-র নিউটাউন ক্যাম্পাসে উদযাপন হল সিএসআইআরের ৮৩তম প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠান উপলক্ষে ক্যাম্পাসে আয়োজন করা হয় ‘ইন্ডিয়া @২০৪৭: ভবিষ্যতের লক্ষ্য’ নামক এক সেমিনারের। সেখানে ভবিষ্যতে বর্জ্য পদার্থকে পরিবেশবান্ধব করে কীভাবে তার ব্যবহার বাড়ানো যায়, একইসঙ্গে সবুজায়ন নিয়ে বর্তমান প্রজন্ম তথা এসএনইউ-র পড়ুয়াদের অবগত করতে আলোচনা করা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন বিজ্ঞানী, শিক্ষাবিদ সহ বিশিষ্টরা। সেমিনারের উদ্বোধন করেন সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় ও ড. সন্দীপন চ্যাটার্জি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ড. সতীশ এম, ড. পুনিতা ভি সহ সিএসআইআরের বিশিষ্ট বিজ্ঞানীরা। উদ্বোধনে উপস্থিত ছিলেন এসএনইউ-র রসায়ন বিভাগের প্রধান রাজদীপ দে, বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগ থেকে ড. অনিন্দিতা ব্যানার্জি, ও বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি রিলেশন বিভাগের ডিরেক্টর ইনা বোস। শিল্প থেকে উৎপন্ন বর্জ্যকে পরিবেশের হিতকারী করতে অত্যাধুনিক গবেষণা চলছে। কীভাবে পরিবেশকে রাসায়নিক প্রভাবমুক্ত করা যায়, তা নিয়ে বিভিন্ন তথ্য সহ এই বিষয়ে নিজেদের অভিজ্ঞতা পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিশিষ্টরা। বর্জ্যর ব্যবহারিক প্রয়োগ বোঝাতে সেমিনারে একটি প্রদর্শনীও করা হয়।