কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের অনুমতি চেয়ে হাইকোর্টে জয়নগরের পরিবার
এই সময় | ০৬ অক্টোবর ২০২৪
জয়নগরে নাবালিকাকে খুনের ঘটনায় কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন মৃতের বাবা। রবিবার বেলা দু’টোয় জরুরি ভিত্তিতে মামলাটির শুনানি হতে পারে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। জয়নগরের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে আগেই সরব হয়েছিল পরিবার। এ বার ময়নাতদন্ত নিয়ে আদালতের দ্বারস্থ হল তারা। অভিযোগ, ধর্ষণও করা হয়েছে ওই নাবালিকাকে।নাবালিকার পরিবার প্রথমে দুটি আবেদন নিয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিল। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত এবং কেন্দ্রীয় হাসপাতালে এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদিও নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। এরপর শনিবার রাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। জরুরি ভিত্তিতে এই মামলা শোনার জন্য আবেদন জানানো হয় পরিবারের পক্ষ থেকে।
শনিবার এক ৯ বছরের শিশু খুনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে জয়নগর। পরিবার ও গ্রামবাসীর অভিযোগ, তাকে ধর্ষণও করা হয়েছে। শুক্রবার কোচিং সেন্টার থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় শিশুটি। পরে তার দেহ একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ ছিল, শিশুটি নিখোঁজ হওয়ার পর মহিষমারি পুলিশ ফাঁড়িতে গিয়েছিল তারা। কিন্তু পুলিশ সেই সময় উপযুক্ত পদক্ষেপ করেনি।
যদিও পুলিশের তরফে স্পষ্ট করা হয়, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা তদন্ত শুরু করে। শনিবার ভোর রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। শিশুটিকে খুনের কথা পুলিশি জেরায় স্বীকার করেছে অভিযুক্ত। কিন্তু ধর্ষণের বিষয়টি তদন্তসাপেক্ষ বলে পুলিশের তরফে জানানো হয়।
শনিবার রাতেই মোমিনপুরের কাটাপুকুর মর্গে নাবালিকার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। কিন্তু সেখানে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়। মর্গের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বামনেত্রী দীপ্সিতা ধর এবং অন্যান্য বাম সমর্থকরা। পরিবারের তরফেও বাধা দেওয়া হয়। শেষমেশ সেখানে ময়নাতদন্ত হয়নি।