• পুজোয় কোন দিন কোন কোন জেলায় বৃষ্টি? রইল আবহাওয়া দফতরের লিস্ট
    আজ তক | ০৬ অক্টোবর ২০২৪
  • পুজোয় বৃষ্টি নিয়ে কিছু আশার আলো দেখা যাচ্ছে। কারণ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুজো দিনগুলিতে গোটা বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।  ষষ্ঠী থেকে একাদশী পর্যন্ত কোনও দিনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। শনিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টি হয়েছে। রবিবারও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি। রবিবার সারাদিনই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে।

    আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  একটু বেশি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  রবিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগর থেকে এখনও কিছুটা জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তার প্রভাবেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। সোম থেকে শুক্র ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোনও কোনও  জেলায় বিক্ষিপ্তভাবে বজবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

    উত্তরবঙ্গে রবিবারও বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় বেশি বৃষ্টি হতে পারে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে পাহাড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।

    পুজোর দিনগুলিতে কোন কোন জেলায় বৃষ্টি

    দক্ষিণবঙ্গ

    উত্তরবঙ্গ
  • Link to this news (আজ তক)