• ধর্ষিতাকে থানায় ডেকে অভিযোগ তোলার জন্য হুমকি দিচ্ছে পুলিশ!
    হিন্দুস্তান টাইমস | ০৬ অক্টোবর ২০২৪
  • এবার ধর্ষিতাকে থানায় ডেকে হুমকি দেওয়ার অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। মালদার মানিকচক থানার ঘটনা। কয়েকদিন আগে গ্রামেই ধর্ষণের শিকার হন মানিকচক থানা এলাকার এক যুবতী। হাতেনাতে ধর্ষণকারীকে ধরে ফেলে গ্রামবাসীরা। অভিযুক্তকে তুলে দেয় হয় মানিকচক থানার পুলিশের হাতে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।


    পড়তে থাকুন - শহরের প্রাণকেন্দ্রে চিকিৎসকদের মাথায় করে তক্তাপোষ টানতে বাধ্য করল কলকাতা পুলিশ

    নির্যাতনের শিকার যুবতীর অভিযোগ, তাঁকে থানায় ডেকে এই কেসের তদন্তকারী আধিকারিক স্বপন চক্রবর্তী মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে। অভিযোগ প্রত্যাহার না করলে তার নামে মিথ্যে বদনাম রটিয়ে দেওয়া এবং তাকে মিথ্যে মামলা কে ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। বাধ্য হয়ে জেলার পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

    বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, ‘এই রাজ্যের পুলিশ তৃণমূলের দালালি করতে আর তোলা তুলতে ব্যস্ত। অভিযুক্তের কাছ থেকে কাছ থেকে মোটা টাকা নিয়ে মামলা প্রত্যাহার করার জন্য থানায় ডেকে হুমকি দিচ্ছে। এটা কখনোই মেনে নেওয়া যায় না।’ জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, ‘পুলিশ কর্মী এই ঘটনা করেছে তার বিরুদ্ধে তদন্ত হবে। তৃণমূল কংগ্রেস এসব বরদাস্ত করবে না।’ তবে বিজেপির শাসিত রাজ্যে কোন অভিযোগ নেওয়া হয় না বলে পাল্টা দাবি তার। অসহায় ধর্ষিতা পরিবার নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে।


    বলে রাখি, জয়নগরে নিহত শিশুটির পিসি শনিবার অভিযোগ করেছিলেন। ২০২০ সালে ধর্ষণের শিকার হন তাঁর নিজের মেয়ে। ২ বছর মামলা চলার পর লাগাতার পুলিশি হেনস্থা ও অভিযুক্তদের থেকে আসা হুমকির চাপে মেয়েটি আত্মঘাতী হন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)