• ফাঁড়ির পুলিশ আধিকারিক শাহনাওয়াজের নেতৃত্বে নির্যাতিতার পরিজনদের মারধরের অভিযোগ
    হিন্দুস্তান টাইমস | ০৬ অক্টোবর ২০২৪
  • জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় বিস্ফোরক দাবি করলেন নিহত শিশুটির মা। রবিবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, পরিবারের সঙ্গে যারা ফাঁড়িতে গিয়েছিল তাদের মেরে বার করে দিয়েছে পুলিশ।


    পড়তে থাকুন - শহরের প্রাণকেন্দ্রে চিকিৎসকদের মাথায় করে তক্তাপোষ টানতে বাধ্য করল কলকাতা পুলিশ

    এদিন সংবাদমাধ্যমকে নিহত ৯ বছরের শিশুটির মা বলেন, ‘ওর বাবা প্রথমে ক্যাম্প পুলিশের কাছে যায়। ক্যাম্প পুলিশ রিপোর্ট নেয়নি। কুলতলি থানায় যেতে বলে। এর পর ওর বাবা কুলতলি থানায় যায়। সেখান থেকে জয়নগর থানায় পাঠিয়ে দেয়। আমি যদি সহযোগিতা পেতাম আজ আমার বাচ্চাটাকে বিসর্জন দিতে হত না। ক্যাম্প যদি সহযোগিতা করত তখনই আমার বাচ্চাটাকে জীবিত পাওয়া যেত। ওর বাবা অনেক হাতে পায়ে ধরেছিল।

    তিনি বলেন, 'আমি নিশ্চিত আমার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যে তৎপরতা দেখানোর উচিত ছিল পুলিশ তা দেখায়নি। উলটে গ্রামের মানুষ যারা পুলিশ ক্যাম্পে গিয়েছিল তাদের পিটিয়ে বার করে দিয়েছে। অনেকের মাথাও ফাটিয়ে দিয়েছে। আমরা পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নই। আমি সিবিআই তদন্ত চাই। সিবিআই দ্রুত তদন্ত করে অপরাধীকে ফাঁসি দিক।’


    ওদিকে রবিবার কলকাতা হাইকোর্টে নির্যাতিতার দেহের ময়নাতদন্ত সংক্রান্ত মামলার শুনানির পর তার বাবার আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, ‘নির্যাতিতার বাবা আমাকে বলেছেন, মেয়েটি নিখোঁজ হওয়ার পর সন্ধে সাড়ে সাতটা - আটটা নাগাদ ওনারা স্থানীয় ফাঁড়িতে অভিযোগ করতে যান। কিন্তু ওখানে শাহনাওয়াজ বলে ফাঁড়ির দায়িত্বে যিনি রয়েছেন তিনি অভিযোগ নিতে অস্বীকার করেন। তিনি বলেন, এখানে কিচ্ছু করা যাবে না।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)