সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে ধর্ষণের শিকার নার্স, অভিযুক্ত হোমিওপ্যাথ
হিন্দুস্তান টাইমস | ০৬ অক্টোবর ২০২৪
সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠল হোমিওপ্যাথের বিরুদ্ধে। ঘটনা রামপুরহাটের চাতরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। হোমিওপ্যাথিক ফিজিশিয়ন চয়ন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নার্স। অভিযোগ দায়েরের পর থেকে ফেরার ওই হোমিওপ্যাথিক ফিজিশিয়ন।
পড়তে থাকুন - শহরের প্রাণকেন্দ্রে চিকিৎসকদের মাথায় করে তক্তাপোষ টানতে বাধ্য করল কলকাতা পুলিশ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগপত্রে নির্যাতিতা নার্স জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তাঁকে উত্যক্ত করতেন ওই হোমিওপ্যাথিক ফিজিশিয়ন। সম্প্রতি স্বাস্থ্যকেন্দ্রে একা পেয়ে তাঁকে ধর্ষণ করেন তিনি। অভিযোগ পাওয়ার পর থেকেই হোমিওপ্যাথিক ফিজিশিয়ন খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও এখনও তাঁর খোঁজ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। অভিযুক্ত কোলাঘাটের বাসিন্দা বলে জানা গিয়েছে। ২০২১ সাল থেকে ওই স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত রয়েছেন তিনি।
নির্যাতিতা নার্স ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিজিৎ মণ্ডলকে শনিবার লিখিত অভিযোগ জানান। এর পর নির্যাতিতাকে নিয়ে মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদারের সঙ্গে দেখা করেন। এর পর অভিযোগ দায়ের করেন থানায়। নির্যাতিতা নার্স বিবাহিত বলে জানা গিয়েছে। তিনি ৭ বছর ধরে ওই স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত।
ওদিকে স্বাস্থ্যকেন্দ্রের অন্যান্য কর্মীরা জানাচ্ছেন, নার্সের সঙ্গে হোমিওপ্যাথিক ফিজিশিয়নের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। তার পরেও কেন নার্স তাঁর বিরুদ্ধে অভিযোগ করলেন তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। শনিবার রাতে মুরারইতে হোমিওপ্যাথিক ফিজিশিয়নের ভাড়াবাড়িতে হামা দেয় পুলিশ। তবে তাঁকে সেখানে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।