অনশনে বসলেন জুনিয়র ডাক্তাররা। এমনকী সেই অনশনের পাশে থাকতে সিনিয়র ডাক্তাররাও রিলে অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার জুনিয়র চিকিৎসকরা রাতে সাড়ে আটটা নাগাদ সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, ৬জন জুনিয়র চিকিৎসক অনশনে বসছেন।
তবে অতীতের একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে অনশন নিয়ে নানা প্রশ্ন রয়েছে অনেকের মনে। তবে এবার সেই অনশনেও যাতে স্বচ্ছতা থাকে তার সব ব্যবস্থা করছেন জুনিয়র চিকিৎসকরা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতে সিসি ক্যামেরার লাইভ স্ট্রিমিং করা হবে। সেই সঙ্গেই আন্দোলনকারীরা জানিয়েছেন, আমাদের আশা এরপর যখন আমরা খাবার নিজের মুখে তুলব তখন সমাজের প্রতিটি ক্ষেত্রে ভয়ের রাজনীতি নিয়ে মানুষ সোচ্চার হবেন। জনস্বাস্থ্যের প্রশ্নে রাজ্যের প্রতিটি মানুষ মৌলিক প্রশ্ন করবেন। হাসপাতালে যখন কোনও রোগী বেড পান না তার জন্য আসল দায়ী কারা? আমরা আশা রাখব এই প্রশ্নগুলি মানুষ পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেবেন। জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
এদিকে জুনিয়র ডাক্তারদের এই অনশনকে ইতিমধ্য়েই খোঁচা দিতে শুরু করেছেন তৃণমূল নেতৃত্ব। তবে সেই আক্রমণকে পাত্তাই দিতে চান না জুনিয়র ডাক্তাররা।
সেই সঙ্গেই আন্দোলনের কোনও ক্ষেত্রেই কোথাও অস্বচ্ছতা রাখতে চান না তাঁরা। এমনকী তাঁদের এই অনশন আন্দোলনকে ঘিরে সাধারণ মানুষের অনেকে আবার সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অনশন মঞ্চের প্রসঙ্গ তুলছেন। কোন অনশনের স্বচ্ছতা বেশি ছিল তা নিয়েও চুলচেরা বিশ্লেষন চলছে। স্বচ্ছতায় এগিয়ে কারা? অতীতের সিঙ্গুর নাকি বর্তমানের ডাক্তাররা?
সিঙ্গুরে দিনের পর দিন ধরে অনশন আন্দোলনে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘জুনিয়রদের স্যালুট জানাই। তবে এই অনশনে ওজন বাড়বে না। চকলেট খাবে না ওরা। কিন্তু বধির প্রশাসন এর পরে কি কোনও হুঁস ফিরবে?’
আসলে নাম না করে এই তুলনাটা চলছেই।
তবে তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেছেন, যাঁরা স্কোরবোর্ড রাজনীতি করছেন তাঁদের নথিভুক্ত রাখুক প্রশাসন। ডাক্তার হয়ে অনশনের প্ররোচনা অসুস্থ হতে দেখলেও চিকিৎসা না করা, আরও অসুস্থ করিয়ে ইস্যু তৈরি করা, আইনত অপরাধ। এরপর স্যালাইন, এলিয়ে পড়া, এসব দৃশ্য আসবে। অথচ পাশে ডাক্তাররা। এসব প্রশাসন নজর রাখুক। তবে হস্তক্ষেপ নয়।
এরপর তিনি একটি ছবি পোস্ট করেছেন। সেখানে সব মিলিয়ে ৬জন চিকিৎসকের নাম উল্লেখ করা হয়েছে। সেই চিকিৎসকরা হলেন, ডাঃ পুলস্ত্য আচার্য, ডাঃ স্নিগ্ধা হাজরা, ডাঃ অর্ণব মুখোপাধ্য়ায়, ডাঃ সায়ন্তনী ঘোষ হাজরা, ডাঃ অনুষ্টুপ মুখার্জি, ডাঃ তনয়া পাঁজা। তাঁদের নামের পাশেই তাঁদের বর্তমান ব্লাড প্রেসার কত সেটা উল্লেক করা হয়েছে।