• ফেক লিখে পাঠালেই পুরস্কার, ঘোষণা মমতার, 'আর্মির থেকেও পুলিশের সম্মান বেশি'
    হিন্দুস্তান টাইমস | ০৬ অক্টোবর ২০২৪
  • পুজোর বাজারে কলকাতা ও বেঙ্গল পুলিশকে ঢালাও সার্টিফিকেট দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

    বি রাফ অ্যান্ড টাফ সাম-টাইমস সফট। বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

    মমতা বলেন, 'গ্রেট স্টার হচ্ছেন আপনারা। যারা ঘরে বসে কাজ করেন। যারা সমাজটাকে ভালো চেনেন। আপনাকে বলব। আপনারা দায়িত্বটা নিন। বাংলা পুলিশ, কলকাতা পুলিশ সহ যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে ক্রাইমটাকে আইডেনটিফাই করবে ফার্স্ট, ফেক লিখে পুলিশের কাছে পাঠাবে তাদের জন্য একশোটা পুরস্কার থাকবে। তারা চাকরিও পাবে দরকার হলে। সাইবার ক্রাইম এদের দিয়ে…করাবে…যারা রাঁধে তারা চুলও বাঁধে। সব কিছু সবার দ্বারা হয় না। এই কাজটা ওদের দ্বারা সম্ভব। ওয়েলফেয়ার কমিটির কাছে আমি গ্রেটফুল। তারা অনেক কাজ করছে। অনেক কথা বলতে আসে। কেউ কেউ আবার ফেক ওয়েলফেয়ার কমিটির নামে বদনাম করে বেড়ায়। আমি পরিস্কার বলছি, সিপিএমের আমলে রাজনৈতিক ওয়েলফেয়ার কমিটি ছিল।' 

    তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল পুজোর বাজারে পুরস্কারের ঘোষণা করেছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী। 

    মমতা বলেন, 'হাজারটা কাজের মাধ্যমে একটু ভুল ত্রুটি হয়ে গেলে অযাচিতভাবে অজানা ভাবে, সেটা নিয়ে অনেক কথা বলে, কুৎসা করে। অথচ তারা জানে না আর্মির যে সম্মান, সেন্ট্রাল ফোর্সের যে সম্মান, বেঙ্গল পুলিশের, কলকাতা পুলিশের যে সম্মান তার থেকে একাংশ কম নয়। বরঞ্চ বেশি। একটা কিছু ভুল হলে…কাজ করতে গেলে আমাদের কি ভুল ত্রুটি হয় না। একবারও তো বলিনা ট্রাফিক পুলিশের বর্ষাকালে গল গল করে গা দিয়ে জল পড়ছে..এমার্জেন্সি ডিউটি, দিন নেই রাত নেই। পুলিশের কীসের রোস্টার! মহিলা পুলিশ ফোর্স হয়েছে। আরও উইনার্স ফোর্স তৈরি করব। দু একটা ঘটনা হয়ে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি বেশি হয়…করা উচিত, অন্য জায়গায় কিছু হলে মুখে লিউকোপ্লাস্ট দিয়ে থাকলে। আজকের দিন আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স হয়ে গিয়েছে। আজকের দিনে সাইবার ক্রাইম যারা করে তারা এদের মদত দেয়…ধর্ষিতাদের নিয়ে মিডিয়া ট্রায়াল করা যায় না। ক্রাইম ইজ ক্রাইম…আমি চাই কুলতলির ঘটনাটা পুলিশ পকসো কোর্টে করে তিন মাসের মধ্যে ফাঁসি দেবে। ইউটিউবে যে বাজে বাজে ভিডিয়ো দেওয়া হয় সেটা দেখে বাচ্চারা খারাপ জিনিসটা দেখছে। সিরিয়ালে ক্রাইম দেখায়। এই ক্রাইম দেখে ক্রাইম ফলো করে। তাদের দায়িত্ব নেই? সিনেমা সিন ক্রাইমে ভর্তি। মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি ফেক লিখে সাইবার ক্রাইমে পাঠিয়ে দিন। আপনারাই পারেন। জোট বাঁধুন তো…'বললেন মমতা। 

    এমনকী কথামৃতের কথাও উল্লেখ করলেন মমতা। 

    পুলিশ ফুলিশ নয়। আপনার বাড়ির সামনে ক্রাইম হলে তখন পুলিশই যায়। কেউ যদি অন্যায় করে তবে তার পানিসমেন্ট দরকার। 

    বাংলাকে এগিয়ে দিতে যাও। ফোর্সকেও এগিয়ে দিতে যাও। ঠাকুরের কাছে প্রার্থনা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। আমাকে ৪০০ পুজোর উদ্বোধন 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)