কবে কোথায় হবে জয়নগরের নির্যাতিতার দেহের ময়নাতদন্ত, স্পষ্ট জানাল হাইকোর্ট
হিন্দুস্তান টাইমস | ০৬ অক্টোবর ২০২৪
জয়নগরে নিহত শিশুর দেহের ময়নাতদন্ত নিয়ে জটিলতা কাটল আদালতে। রবিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিলেন, নাবালিকার দেহের ময়নাতদন্ত হবে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। তবে ময়নাতদন্ত করবেন কল্যাণী এইমসের চিকিৎসকরা।
পড়তে থাকুন - শহরের প্রাণকেন্দ্রে চিকিৎসকদের মাথায় করে তক্তাপোষ টানতে বাধ্য করল কলকাতা পুলিশ
জয়নগরে নিহত শিশুর দেহের ময়নাতদন্ত কেন্দ্রীয় সরকারি হাসপাতালে করাতে হবে বলে দাবি জানিয়েছিলেন তার বাবা। সেই আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয় কলকাতা পুলিশ। একই সঙ্গে আদালতে যায় নির্যাতিতার পরিবারও। রবিবার ছুটির দিনেও মামলার শুনানির নির্দেশ দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মামলা ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এদিনের শুনানিতে আদালত কল্যাণী এইমসে ময়নাতদন্তের নির্দেশ দেয়। কিন্তু কল্যাণী এইমসের তরফে জানানো হয়, সেখানে ময়নাতদন্ত করার পরিকাঠামো নেই।
এর পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, তাহলে ময়নাতদন্ত হবে কল্যাণী জেএনএম হাসপাতালে। কিন্তু ময়নাতদন্ত করবেন কল্যাণী এইমসের চিকিৎসকরা। ময়নাতদন্তের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না জেএনএম হাসপাতালের কোনও চিকিৎসক বা কর্মী। ময়নাতদন্তের সময় সেখানে হাজির থাকবেন বারুইপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সোমবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। তার মধ্যে দেহ কাঁটাপুকুর থেকে নিয়ে পৌঁছতে হবে কল্যাণী জেএনএম হাসপাতালে।