• থানার মধ্যেই সিভিকের ‘শ্লীলতাহানি’ পুলিশের SI-র, সিপিকে চিঠি, 'আগেও মদ খেয়ে…'
    হিন্দুস্তান টাইমস | ০৬ অক্টোবর ২০২৪
  • থানার ভিতরেই এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে। অভিযোগ, গত শুক্রবার রাতে পার্কস্ট্রিট থানার মধ্যে সেই ঘটনা ঘটেছে। সপ্তাহদুয়েক আগেও মদ্যপ অবস্থায় ওই সাব-ইনস্পেক্টর তাঁর শ্লীলতাহানি করেছিলেন বলে অভিযোগ করেছেন ওই সিভিক ভলান্টিয়ার। পরবর্তীতে শুক্রবার যখন দ্বিতীয়বার যখন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তখন সেই বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্ত, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে চিঠি লেখেন তিনি। যদিও বিষয়টি নিয়ে আপাতত কলকাতা পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি। আপাতত অভিযুক্ত সাব-ইনস্পেক্টরকে বসিয়ে দেওয়া হয়েছে। শুরু করা হয়েছে বিভাগীয় তদন্ত।

    কলকাতা পুলিশে কর্মরত ওই মহিলা সিভিক ভলান্টিয়ারের চিঠি এমন একটা সময় সামনে এসেছে, যখন আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা, জয়নগরের ঘটনা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা, তথ্যপ্রমাণ লোপাটের মতো অভিযোগ উঠে এসেছে। ওই চিঠিতে মহিলা দাবি করেছেন, শুক্রবার রাত ন'টা থেকে পার্কস্ট্রিট থানায় ডিউটি ছিল। 


    তারইমধ্যে রাত ১ টার কিছু পরে ওই সাব-ইনস্পেক্টর তাঁকে পার্কস্ট্রিট থানার তিনতলায় ডেকেছিলেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা। ওই মহিলা সিভিক ভলান্টিয়ার অভিযোগ করেছেন, দুর্গাপুজোর উপহার হিসেবে সালোয়ার কামিজ দিচ্ছিলেন অভিযুক্ত পুলিশ অফিসার। সেইসময় তাঁকে অশালীনভাবে স্পর্শ করেন। আটকানোর চেষ্টা করলে অভিযুক্ত পুলিশ অফিসার এটাকে কোনও ব্যাপার না বলে উড়িয়ে দেন। 

    শুধু তাই নয়, মহিলা সিভিক ভলান্টিয়ার দাবি করেছেন যে বিষয়টি নিয়ে পার্কস্ট্রিট থানায় অভিযোগ দায়েরের চেষ্টা করেছিলেন। কিন্তু যিনি ডিউটি অফিসার ছিলেন, তিনি ডায়েরি দায়ের করতে চাননি। ডিউটি অফিসার পুরো বিষয়টি থানার মধ্যেই মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন বলে অভিযোগ করেছেন মহিলা সিভিক ভলান্টিয়ার।


    তিনি অভিযোগ করেছেন, গত ১৫ সেপ্টেম্বর দুপুরেও তাঁর শ্লীলতাহানি করেছিলেন ওই সাব-ইনস্পেক্টর। মদ খেয়ে থানার কম্পিউটার রুমে ঢুকে পড়েছিলেন। তারপর শ্লীলতাহানি করেছিলেন। সেইসময় চুপ করে গিয়েছিলেন। কিন্তু এবার আর চুপ করে বসে থাকছেন না। যা ঘটনা ঘটেছে, তাতে তিনি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন। যতদিন না পদক্ষেপ করা হচ্ছে, ততদিন ডিউটি করবেন না বলে জানিয়েছেন মহিলা সিভিক ভলান্টিয়ার।

    আরও পড়ুন: WB Governor on Jaynagar Child Murder: 'RG করে পুলিশের অকর্মণ্যতার জন্যই ধর্ষকরা অনুপ্রাণিত হচ্ছে', তুলোধোনা বোসের
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)