• ‘ডাক্তার হয়ে অনশনের প্ররোচনা!’ খোঁচা কুণালের, ‘সিঙ্গুরে মমতা কী করেছিলেন?’
    হিন্দুস্তান টাইমস | ০৬ অক্টোবর ২০২৪
  • অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। এবার সিনিয়ররাও জুনিয়র চিকিৎসকদের সঙ্গেই রিলে অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে জুনিয়র চিকিৎসকদের এই অনশনকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

    কুণাল ঘোষ লিখেছেন, যাঁরা স্কোরবোর্ড রাজনীতি করছেন তাঁদের নথিভুক্ত রাখুক প্রশাসন। ডাক্তার হয়ে অনশনের প্ররোচনা অসুস্থ হতে দেখলেও চিকিৎসা না করা, আরও অসুস্থ করিয়ে ইস্যু তৈরি করা, আইনত অপরাধ। এরপর স্যালাইন, এলিয়ে পড়া, এসব দৃশ্য আসবে। অথচ পাশে ডাক্তাররা। এসব প্রশাসন নজর রাখুক। তবে হস্তক্ষেপ নয়।

    এরপর তিনি একটি ছবি পোস্ট করেছেন। সেখানে সব মিলিয়ে ৬জন চিকিৎসকের নাম উল্লেখ করা হয়েছে। সেই চিকিৎসকরা হলেন, ডাঃ পুলস্ত্য আচার্য, ডাঃ স্নিগ্ধা হাজরা, ডাঃ অর্ণব মুখোপাধ্য়ায়, ডাঃ সায়ন্তনী ঘোষ হাজরা, ডাঃ অনুষ্টুপ মুখার্জি, ডাঃ তনয়া পাঁজা। তাঁদের নামের পাশেই তাঁদের বর্তমান ব্লাড প্রেসার কত সেটা উল্লেখ করা হয়েছে।

    আর কুণাল ঘোষের কটাক্ষ নিয়ে প্রশ্ন করতেই জুনিয়র চিকিৎসকরা বলেন, কুণাল ঘোষের কথায় আমরা উত্তর দিতে বাধ্য নই। আমাদের কাজ করে যেতে হবে। এমনকী কুলতলির নিহত ছাত্রীর পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।

    তবে কুণাল ঘোষের এই পোস্টের জবাবে কার্যত ঝাঁপিয়ে পড়েছেন নেটিজেনরা। এক নেটিজেন লিখেছেন, একজন ২৬দিন অনশন করেও কি করে নিজের ওজন বাড়িয়েছিল তার থেকে এই জুনিয়র ডাক্তারদের উপদেশ নেওয়া উচিত!

    প্রসঙ্গত বাম জমানায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও সিঙ্গুরে টানা অনশন করেছিলেন। এমনটা দাবি করা হয়।

    অপর একজন লিখেছেন, একদিন আর একটু বয়স হবে। নিজের দিকে তাকাবেন। আপনার সামনে থাকবে শুধু আয়না। দেখবেন সেইদিন প্রিজন ভ্যানের তালটাও খুব মিঠে সুরে কানে বাজছে।

    এর আগেও জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কটাক্ষ করেছিলেন কুণাল।সম্প্রতি একটি পোস্টে কুণাল ঘোষ যাদবপুরে আরজি কর কাণ্ডের প্রতিবাদস্থলে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান নিয়ে প্রশ্ন তোলেন।

    সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ প্রশ্ন তুলেছিলেন,'আর জি করে ন্যায়বিচারের আন্দোলনে 'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান! যাদবপুরে এরা কারা?এদের উদ্দেশ্য কী?' এখানেই শেষ নয়। এরই সঙ্গে কুণাল ঘোষ আরও একাধিক বক্তব্য রেখেছেন। জুনিয়র ডাক্তারদের কথা উল্লেখ করে তাঁর প্রশ্ন,' জুনিয়র ডাক্তাররা কি 'আজাদ কাশ্মীরের' বাসিন্দা ছাড়া রোগী দেখবেন না?' কুণাল ঘোষ আরও লেখেন,' তিলোত্তমা ন্যায়বিচার পাক। আমরা সবাই চাই। কিন্তু লাল মুখ আর মুখোশের আড়ালে অরাজকতার চেষ্টা বন্ধ হোক।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)