• কাঁটাপুকুরে বিক্ষোভকারীদের নাক ফাটিয়ে এবার তাদের বিরুদ্ধেই FIR করল কলকাতা পুলিশ
    হিন্দুস্তান টাইমস | ০৬ অক্টোবর ২০২৪
  • কাঁটাপুকুর মর্গের সামনে বিক্ষোভকারীদের মেরে নাক ফাটিয়ে দেওয়ার পরে এবার তাদের বিরুদ্ধেই FIR করল পুলিশ। শনিবার বিকেলের ওই ঘটনায় রবিবার সকালে ২টি FIR দায়ের করেছে পুলিশ। FIRএ নাম রয়েছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ও প্রিয়াঙ্গা টিব্রেওয়ালের। নাম রয়েছে বিজেপি নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ও দীপ্সিতা ধরেরও।


    পড়তে থাকুন - শহরের প্রাণকেন্দ্রে চিকিৎসকদের মাথায় করে তক্তাপোষ টানতে বাধ্য করল কলকাতা পুলিশ

    শনিবার বিকেলে নির্যাতিতার দেহ কলকাতার কাঁটাপুকুর মর্গে নিয়ে আসে পুলিশ। তখন মর্গের সামনে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন বাম ও বিজেপি কর্মীরা। তাদের দাবি ছিল, দেহ সংরক্ষণ করতে হবে। বিক্ষোভকারীরা মর্গের ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের লাথি, ঘুসি মেরে নাক মুখ ফাটিয়ে দেয়। মুখে কালো কাপড় বাঁধা কয়েকজন পুলিশকর্মী বাম নেত্রী দীপ্সিতা ধরকে টেনে হিঁচড়ে চুলের মুঠি ধরে মর্গ চত্বর থেকে বার করে দেন।

    রবিবার সকালে জানা যায়, এই ঘটনায় ২টি FIR রুজু করেছে পুলিশ। তার মধ্যে একটি FIR দায়ের হয়েছে দক্ষিণ বন্দর থানায়। FIRএ বাম ও বিজেপি নেত্রীদের নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে, অনধিকার প্রবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

    পুলিশ তাঁর বিরুদ্ধে FIR করেছে শুনে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, ‘আদালয়ে যাক, পুলিশ কানের গোড়ায় টেনে চড় খাবে। পুলিশ জানে না আমার কাছে নিহত শিশুর বাবার ওকালতনামা রয়েছে। আমি ওনার আইনজীবী। আমাকেই কাল মর্গে ঢুকতে দেয়নি। তার পর আমার বিরুদ্ধেই FIR করছে। বেশরম, বেহায়া পুলিশ।’


    বলে রাখি, শনিবার সন্ধ্যায় কাঁটাপুকুর মর্গে সাংবাদিকদেরও মারধর করে পুলিশ। সংবাদমাধ্যমের ক্যামেরা ভাঙচুর করে তারা। প্রশ্ন উঠছে, সাংবাদিক নিগ্রহের ক্ষেত্রে পুলিশের এই স্বতঃপ্রণোদিত তৎপরতা দেখা যায় না কেন
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)