জানা গিয়েছে, ২০১৭ সালে চাকরি পান। প্রায় ৬ বছর পার্কস্ট্রিট থানাতেই সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত অভিযোগকারী মহিলা। পুজোর সময়ে শহরের সমস্ত থানাতেঅ সিভিক ভলান্টিয়ার, হোমগার্ড ও কনস্টেবলদের জামা দেওয়া হয়। ব্যতিক্রম নয় পার্কস্ট্রিট থানাও।
অভিযোগ, তখন গভীর রাত। শুক্রবার ওই সিভিক ভলান্টিয়ারকে নিজের ঘরে ডেকে পাঠান পার্ক স্ট্রিট থানারই এক সাব ইন্সপেক্টর। এরপর পুজোয় জামা দেওয়ার নামে তাঁর শ্লীলতাহানি করে! অভিযুক্ত পুলিস আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন সিভিক ভলান্টিয়ার। স্রেফ ক্লোজ করাই নয়, সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
এদিকে আরজি কর উত্তাল কলকাতা। পুজোর সময়ে সরকার ডেডলাইন দিয়ে কর্মবিরতি প্রত্য়াহার করে নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু নির্দিষ্ট সময়সীমার পরেও দাবি পূরণ হয় না। ধর্মতলায় এবার অনশন শুরু করেছেন তাঁরা।