• প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে সাইবার ক্রাইম নিয়ে ক্যুইজ়!
    এই সময় | ০৭ অক্টোবর ২০২৪
  • এই সময়, মালদা: এ যেন রথ দেখা, কলা বেচা একসঙ্গে দুইই! মালদা জেলা পুলিশের অভিনব পরিকল্পনার কথা শুনলে মনে আসবেই এই প্রবাদটির কথা। দুর্গাপুজোয় ভিড় সামাল দিতে মালদা জেলা পুলিশ একদিকে যেমন নানা ব্যবস্থা নিচ্ছে, তেমনই আবার প্যান্ডেল হপিংয়ে ব্যস্ত ভিড়কে গঠনমূলক ভাবে কাজেও লাগাতে চাইছে। ট্র্যাফিক আইন, মাদক বিরোধী নানান বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এ বার মালদার পুজো মণ্ডপগুলিতে থাকছে সাইবার ক্রাইম নিয়ে ক্যুইজ়। যা জিতলে মিলবে পুরস্কার। আর এ ভাবেই ক্যুইজের মোড়কে সচেতনতার বার্তাও পৌঁছে দেওয়া হবে।

    জেলা পুলিশের পক্ষ থেকে মালদা শহরের বেশ কিছু পুজো মণ্ডপে কয়েকটি করে কিউআর কোড ডিসপ্লে করা থাকবে। উৎসাহীরা মোবাইলে ওই কিউআর কোডগুলির যে কোনও একটি স্ক্যান করলেই সাইবার ক্রাইম ও তা প্রতিরোধ সংক্রান্ত একটি প্রশ্ন পাবেন। তার ঠিক উত্তর দিতে পারলে পরবর্তী কিউআর কোড স্ক্যান করতে বলা হবে। সেখানে থাকবে আরও একটি প্রশ্ন। এ ভাবে সঠিক উত্তর দিয়ে ধাপে ধাপে ক্যুইজ়ের খেলায় এগোনো যাবে। সবগুলোর সঠিক উত্তর দিতে পারলেই মিলবে পুরস্কার!

    জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘প্রায় ১৫টি আকর্ষণীয় প্রশ্নের কিউআর কোড থাকবে। একটু সচেতন হলেই ঠিক উত্তরটি দেওয়া সম্ভব। প্রতিমা দেখতে বেরিয়ে এক বার এই ক্যুইজ় খেলতে শুরু করলে মানুষ পরের ধাপগুলো পার হওয়ার জন্য যে নেশায় পড়ে যাবেন, সেটা হলফ করে বলা যায়।’

    মালদা সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে সম্প্রতি একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। সেখানে নিয়মিত সাইবার ক্রাইম বিরোধী প্রচার, সচেতনতার পাঠ দেওয়া হয়। থাকে সচেতনতামূলক ক্যুইজ়ও। ইতিমধ্যেই সেই পেজ নিয়ে ভালো সাড়া পাওয়া গিয়েছে। এ বার পুজো মণ্ডপেও সচেতনতার পাঠ দিতে চাইছে জেলা পুলিশ। তাও আবার বেশ মজার উপায়ে।

    জেলার পুলিশ সুপারের বক্তব্য, প্রতি নিয়ত সাইবার ক্রাইমের ধরণ বদলাচ্ছে। সাইবার অপরাধীরা নতুন নতুন ফন্দি আঁটছে। এর মোকাবিলায় পুলিশকেও অনবরত শিখতে হচ্ছে, তদন্তের গতিপ্রকৃতি বদলাতে হচ্ছে। তবে এ ক্ষেত্রে সেরা উপায় হলো মানুষকে সচেতন করা। উৎসবের মরশুমে সে কাজটাই আরও চমক দিয়ে করতে চাইছে পুলিশ।
  • Link to this news (এই সময়)