অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। আমরণ অনশনে। এমনকী সিনিয়র ডাক্তাররাও এই আমরণ অনশনের ডাক দিয়েছেন। এবার জুনিয়র ডাক্তারদের তরফে দাবি করা হয়েছে রাজ্য পুলিশ একাধিক প্রক্রিয়া প্রয়োগ করছে যাতে তাদের আন্দোলন থামানো যায়। এমনকী অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রীর যোগান বন্ধ করে দিচ্ছে সরকার। জল, বায়ো টয়লেটের মতো সামগ্রী যাতে অনশনস্থলে না আসতে পারে তার সব ব্যবস্থা করছে সরকার। অভিযোগ জুনিয়র ডাক্তারদের।
এমনকী জুনিয়র ডাক্তারদের একাংশের দাবি, প্রতিবাদ আন্দোলনের প্রথম দিনই একজন জুনিয়র ডাক্তারকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট কলকাতার এই অনশন আন্দোলন শুরুতে বড় ভূমিকা নিয়েছে। আরজি করে তরুণী চিকিৎসকের খুনের ঘটনার প্রতিবাদে ও ১০ দফা দাবির প্রতিবাদে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা।
এদিকে জুনিয়র ডাক্তারদের একাংশের দাবি, কলকাতা পুলিশের দুটি ভ্রাম্যমান টয়লেট ধর্মতলা এলাকায় থাকে। সেগুলি ব্যবহার করতে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেই অনুরোধও প্রাথমিকভাবে মানা হয়নি।
ডাঃ আবিদ হাসান নামে এক জুনিয়র ডাক্তার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, প্রথম দিনে পুলিশ একজন জুনিয়র ডাক্তারকে হেনস্থা করেছে। কর্তৃপক্ষ কী করার চেষ্টা করছে সেটা এবার আমার কাছে পরিস্কার হচ্ছে। তারা আমাদের সরাসরি জবাব দিচ্ছে না। তারা একটা কাজই করছে যে তারা পুরনো সিন্ডিকেট ব্যবস্থাকেই বহাল রাখতে চাইছে।প্রথম দিন থেকে তারা যেটা করছিল সেটাই তারা এখনও করে যাচ্ছে।
অভিযোগ উঠছে অনশন আন্দোলন শুরু হওয়ার পর থেকেই সরকারের অস্বস্তি ক্রমশ বাড়ছে। তবে ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের নিশানা করছেন তৃণমূল নেতৃত্ব। আসরে নেমে পড়েছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, যাঁরা স্কোরবোর্ড রাজনীতি করছেন তাঁদের নথিভুক্ত রাখুক প্রশাসন। ডাক্তার হয়ে অনশনের প্ররোচনা অসুস্থ হতে দেখলেও চিকিৎসা না করা, আরও অসুস্থ করিয়ে ইস্যু তৈরি করা, আইনত অপরাধ। এরপর স্যালাইন, এলিয়ে পড়া, এসব দৃশ্য আসবে। অথচ পাশে ডাক্তাররা। এসব প্রশাসন নজর রাখুক। তবে হস্তক্ষেপ নয়।
এরপর তিনি একটি ছবি পোস্ট করেছেন। সেখানে সব মিলিয়ে ৬জন চিকিৎসকের নাম উল্লেখ করা হয়েছে। সেই চিকিৎসকরা হলেন, ডাঃ পুলস্ত্য আচার্য, ডাঃ স্নিগ্ধা হাজরা, ডাঃ অর্ণব মুখোপাধ্য়ায়, ডাঃ সায়ন্তনী ঘোষ হাজরা, ডাঃ অনুষ্টুপ মুখার্জি, ডাঃ তনয়া পাঁজা। তাঁদের নামের পাশেই তাঁদের বর্তমান ব্লাড প্রেসার কত সেটা উল্লেখ করা হয়েছে।