বীরভূমের কয়লাখনিতে বিস্ফোরণ, অন্তত সাত জন শ্রমিকের মৃত্যু, আহত আরও
আনন্দবাজার | ০৭ অক্টোবর ২০২৪
বীরভূমের ভাদুলিয়ার কয়লাখনিতে বিস্ফোরণ। সোমবার সকালের এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত সাত জন শ্রমিকের। আহত আরও অনেকে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদেরও উদ্ধার করার চেষ্টা চলছে।
ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামে। সোমবার ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারি (জিএমপিএল)-তে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণে নিহত হন সাত জন শ্রমিক। স্থানীয় সূত্রে খবর, তাঁদের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। আহত বেশ কয়েক জন শ্রমিক। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কয়লা উত্তোলনের সময় কয়লাখনিতে যে বিস্ফোরণ ঘটানো হয়, সে সময়েই কোনও ভাবে অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন জিএমপিএল-এর আধিকারিক এবং উপর তলার কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদেরও উদ্ধারের চেষ্টা চলছে।