প্রসেনজিৎ শীল, কোচবিহার: চারিদিকে অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের জেরে পৃথিবী ধীরে ধীরে গরম হচ্ছে। এই পরিস্থিতিতে জনগণকে বেশি করে সচেতন করতে পুজো মণ্ডপে তুলে আনা হয়েছে গোটা সুন্দরবনকে।
কোচবিহার জেলার মহিষবাথান বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগার তাদের থিম হিসেবে বেছে নিয়েছেন সুন্দরবনের বনাঞ্চলকে। ১৯৭৫ সালে তৈরি এই ক্লাবের এবার ৫০তম দুর্গোৎসব। এই বছরে মানুষকে আকৃষ্ট করতে পুজো কমিটি গোটা মণ্ডপ চত্বরে এক টুকরো অরণ্য তৈরি করেছে। প্রতিমা তৈরি করেছেন কৃষ্ণনগরের শিল্পীরা। আলোক সজ্জায় রয়েছেন চন্দননগরের শিল্পীরা।
মহিষবাথান বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগারের সম্পাদক দীপঙ্কর দাস জানান, "পঞ্চাশতম বৎসর উপলক্ষে সারা বছর ধরে আমরা বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজ করেছি। এক কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ করা হয়েছে। সেই গাছগুলোকে বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে গাছগুলো নষ্ট না হয়। রক্তদান শিবির করা হয়েছে।বস্ত্র বিতরণ করা হচ্ছে। গাছ নষ্ট হয়ে যাওয়ার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা দর্শনার্থীদের ও সাধারন মানুষকে সচেতন করবার জন্য সুন্দরবনের এই থিমকে বেছে নিয়েছি। সুন্দরবনের এই থিমের মধ্যে দিয়ে আমরা জনগণের কাছে আবেদন জানাচ্ছি যে বেশি করে বৃক্ষরোপন করুন এবং বৃক্ষদের সংরক্ষণ করুন। ৭ লক্ষ টাকা বাজেট নিয়ে এবার আমাদের থিম সুন্দরবন। লক্ষ লক্ষ দর্শনার্থী এবার আমাদের মণ্ডপে ঠাকুর দেখতে আসবেন। আশা করছি আমাদের মহিষবাথান বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগারের পুজো এ বছর একটা অনন্য মাত্রা পাবে'।