দেবী পড়বেন দোকনা, কাম্বাং–কেম্বলেত, পড়ুন বোরো, রাভাদের দুর্গাপুজো
আজকাল | ০৭ অক্টোবর ২০২৪
ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলাকে ‘মিনিভারত’ বলা হয়। মূলত আদিবাসী জনজাতির বৈচিত্র্যময় উপস্থিতি এর অন্যতম কারণ। আদিবাসী জনজাতির পুজোপার্বণেও এই বৈচিত্র্য লক্ষ্য করা গেছে গত ১০০ বছর। যার মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোও রয়েছে। আর এই পুজোতেও আদিবাসী সংস্কৃতির কিছু ঝলক উঠে আসে। বিশেষ করে বোরো, রাভা জনজাতিদের পুজোতে। এই মুহূর্তে জেলায় বোরো সম্প্রদায়ের দুটি, রাভা সম্প্রদায়ের একটি— মোট ৩টি পরিচিত পুজো রয়েছে। কালচিনি, কুমারগ্রাম, আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকে পুজোগুলো হচ্ছে। বোরোদের দুটি পুজো বয়সে প্রাচীন হলেও গত বছর থেকেই কুমারগ্রাম ব্লকের বারবিশা লাগোয়া পূর্ব শালবাড়িতে হচ্ছে রাভা মহিলা পরিচালিত পুজো।
বোরো–রাভাদের পরিচালিত দুর্গাপুজোর সঙ্গে বাঙালির পুজোর মূল পার্থক্য হয়ে যায় দেবীর বেশভুশাতে। বাঙালি রীতিতে দুর্গা শাড়ি পড়লেও বোরোদের দুর্গাকে পরানো হয় তাদের জনপ্রিয় জামা ‘দোকনা’। পাশাপাশি, রাভাদের পুজোতে দেবীকে পড়ানো হবে ‘কাম্বাং–কেম্বলেত’। কালচিনি ব্লকের দক্ষিণ সাঁতালিতে মহিলা পরিচালিত পুজোর সম্পাদক রিঙ্কু নার্জিনারি বলেন, ‘দেবীকে আমরা ঐতিহ্যপূর্ণ জামা ‘দোকনা’ পড়িয়ে দেবো। দেবতাদের গামছা, কোট পড়ানো হবে। একজন বাঙালি পুরোহিতের পাশাপাশি আমাদের বোরো পন্ডিত থাকবেন। বাঙালি রীতিতে যেভাবে পুজো হয়, তার সঙ্গে যথেষ্টই মিল রয়েছে আমাদের পুজোর।’