• নির্যাতিতার নাম প্রকাশ মামলা, বিনীতকে হলফনামা পেশের নির্দেশ হাইকোর্টের
    এই সময় | ০৭ অক্টোবর ২০২৪
  • আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার নাম প্রকাশ করা সংক্রান্ত মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলকে তাঁর বক্তব্য হলফনামা আকারে জমা দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাশাপাশি স্বরাষ্ট্র ও কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার (পার) ডিপার্টমেন্টকেও হলফনামা জমা দিতে বলা হয়েছে। মামলাটি পরবর্তী শুনানি হতে পারে ১৪ নভেম্বর।আরজি কর মামলা সুপ্রিম কোর্ট শুনছে। তাই মামলাটি কলকাতা হাইকোর্ট আদৌ শুনতে পারবে কি না তা নিয়ে সন্দিহান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে। ওই দিন সর্বোচ্চ আদালতে কী হয়, তা দেখে নিতে চাইছে কলকাতা হাইকোর্ট।

    আরজি করের নির্যাতিতার নাম একাধিকবার প্রকাশ্যে এনেছেন বিনীত গোয়েল এবং তা আইনবিরুদ্ধ, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। মামলার আবেদন, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট।

    কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে মামলাকারীর হয়ে আইনজীবী মহেশ জেঠমালানি বলেন, 'সিপি (বর্তমানে প্রাক্তন) নিজে ওই নির্যাতিতার নাম সংবাদ মাধ্যমে নেন। তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিক আদালত।' কলকাতার পুলিশ কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি কী ভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে বললেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

    প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল। পুলিশ মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এই অভিযোগ তুলে বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এরপরেই তাঁকে এই পদ থেকে সরানো হয়। পরিবর্তে কলকাতার পুলিশ কমিশনার পদের দায়িত্বে আসেন মনোজ ভার্মা।
  • Link to this news (এই সময়)