• পুজোয় শিয়ালদহ শাখায় স্পেশাল ট্রেন, থাকছে মেডিক্যাল টিম, অতিরিক্ত RPF
    এই সময় | ০৭ অক্টোবর ২০২৪
  • দুর্গাপুজোয় দর্শনার্থীদের সুবিধার্থে শিয়ালদহ ডিভিশনে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। ভিড়ের চাপ সামলাতে স্টেশনে থাকছে মানুষের দীর্ঘ লাইন পরিচালন ব্যবস্থা। স্টেশন চত্বরে মোতায়েন থাকছে অতিরিক্ত আরপিএফ। এমারজেন্সি মেডিক্যাল সার্ভিস সিস্টেমের ব্যবস্থা রাখা হচ্ছে স্টেশনে। রবিবারই শিয়ালদহ ও বিধাননগর স্টেশন পরিদর্শন করেন পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম।কী ব্যবস্থা থাকছে?

    পুজোর দিনগুলিতে শিয়ালদহ ও বিধাননগর স্টেশনে বিকেল পাঁচটা থেকে রাত তিনটে পর্যন্ত অতিরিক্ত সাফাই কর্মী রাখার ব্যবস্থা করা হয়েছে। মেডিক্যাল টিমে থাকবে পর্যাপ্ত সংখ্যক প্যারা মেডিক্যাল স্টাফ ও ডাক্তার। আগামী ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত রেলের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ভিড়ের মধ্যে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।

    কোন লাইনে, কখন স্পেশাল ট্রেন?

    ষষ্ঠীর দিন থেকে দশমী পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে মোট ২০টি পুজো স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে ১৮টি ট্রেন চলবে রাতে। শিয়ালদহ-রানাঘাট লোকাল রাত ১২ টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। রাত ২ টো ৩০ মিনিটে রানাঘাটে পৌঁছবে। এছাড়া, রানাঘাট-শিয়ালদহ লোকাল রাত ১১ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে। শিয়ালদহ পৌঁছবে রাত ১ টা ৪০ মিনিটে।

    শিয়ালদহ-কল্যাণী পুজো স্পেশাল লোকাল রাত ১ টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। রাত ২ টো ৫০ মিনিটে কল্যাণীতে পৌঁছবে। শিয়ালদহ-কল্যাণী লোকাল শিয়ালদহ থেকে রাত ২ টো ৩০ মিনিটে ছাড়বে। কল্যাণীতে পৌঁছবে ভোর ৩ টে ৫০ মিনিটে। কল্যাণী-শিয়ালদহ লোকাল রাত ১২ টা ১০ মিনিটে কল্যাণী থেকে ছাড়বে। আর শিয়ালদহে পৌঁছবে রাত ১ টা ৩০ মিনিটে। আরও একটি ট্রেন কল্যাণী থেকে ছাড়বে রাত ৩ টেয়। শিয়ালদহে পৌঁছাবে ভোর ৪ টে ২০ মিনিটে।

    শিয়ালদহ রানাঘাট লাইনে রানাঘাট-কৃষ্ণনগর সিটি লোকাল রাত ১১ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে। কৃষ্ণনগরে পৌঁছাবে রাত ১২ টা ১৭ মিনিটে। কৃষ্ণনগর সিটি-রানাঘাট লোকাল পুজোর দিনগুলিতে রাত ১২ টা ৩০ মিনিটে কৃষ্ণনগর থেকে ছাড়বে। রাত ১ টা ৫ মিনিটে রানাঘাটে পৌঁছবে। শিয়ালদহ-বনগাঁ লোকাল পুজোতে রাত ১ টা ২০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। বনগাঁয় পৌঁছবে রাত ৩ টে ১০ মিনিটে। বনগাঁ-শিয়ালদহ লোকাল রাত ১১ টা ৫৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়বে। শিয়ালদহ পৌঁছবে রাত ১ টা ৪৫ মিনিটে।

    শিয়ালদহ বারুইপুর লাইনে বারুইপুর থেকে রাত ১ টা ২৫ মিনিটে, রাত ৩ টে ১০ মিনিটে দু'টি ট্রেন রয়েছে। শিয়ালদহ থেকে বারুইপুর পর্যন্ত রাত ১২ টা ৩০ মিনিটে রাত ২ টো ২০ মিনিটে ছাড়বে। বজবজ শাখায় শিয়ালদহ থেকে রাত ১১ টা ৩০ মিনিটে, বজবজ থেকে রাত ১২ টা ৩০ মিনিটেও একটি ট্রেন দেওয়া হয়েছে।
  • Link to this news (এই সময়)