• বীরভূমের কয়লাখনিতে বিস্ফোরণ, মৃত ৫ শ্রমিক, জখম একাধিক
    এই সময় | ০৭ অক্টোবর ২০২৪
  • বীরভূমের খয়রাশোল ব্লকের ভাদুলিয়ায় কয়লাখনিতে বিস্ফোরণ। সোমবারের দুর্ঘটনায় ৫ খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম আরও একাধিক শ্রমিক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সকলকেই স্থানীয় হাসাপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল। বাকিদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। গ্রামের একটি বেসরকারি কোলিয়রিতে ব্লাস্টিংয়ের সময় দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অনুমান, বিস্ফোরণের পর ওই খনিতে ধসও নামে। তাতে আরও বিপদ বেড়েছে।স্থানীয় সূত্রে খবর, ছিন্নভিন্ন অবস্থায় একাধিক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে (জিএমপিএল) এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়লা তোলার জন্য সময় কয়লা খনিতে বিস্ফোরণ ঘটানোর সময়েই কোনওভাবে দুর্ঘটনা ঘটেছে।

    ভাদুরিয়া গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় বাদ্যকর বলেন, 'আমরা কাজ করছিলাম। বিকট শব্দ শুনে প্রথমে ভাবলাম বাজি ফাটছে। পরে তো শুনলাম, বিস্ফোরণ হয়ে কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সকলেরই পাশের গ্রামে বাড়ি। সকালে রোজ কাজে আসত। এরকম ঘটনা ঘটবে ভাবতে পারিনি। পুলিশ ও দমকল এসে উদ্ধার কাজ করছে।'

    স্থানীয় সূত্রে খবর, মৃতদের বাড়ি দেবগঞ্জ ও বাস্তবপুর এলাকায়। ঘটনার পর এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ দেখাতে থাকেন।

    তথ্য সহায়তায়: হেমাভ সেনগুপ্ত, ঋতভাস চট্টোপাধ্যায়
  • Link to this news (এই সময়)