আর জি করে মূল অভিযুক্ত সঞ্জয়ই! চার্জশিট পেশের পথে CBI, ‘কলকাতা পুলিশের তদন্ত সঠিক ছিল’, দাবি কুণালের
প্রতিদিন | ০৭ অক্টোবর ২০২৪
অর্ণব আইচ: দুমাসের মধ্যে আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। সূত্রের খবর, সোমবারই শিয়ালদহ আদালতে প্রথম চার্জশিট জমা দেবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তাতে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম উল্লেখ করেছে সিবিআই। তবে প্রমাণ লোপাটের সঙ্গে অন্য কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে সিবিআইয়ের চার্জশিটে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কার নাম রয়েছে, তা জানা যায়নি বিশেষ।
গত ৯ আগস্ট ঘটনা প্রকাশ্যে আসার পর ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত সন্দেহে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ। এর ২ দিন পর ঘটনার তদন্তভার গ্রহণ করে সিবিআই। ঠিক ৫৫ দিনের মাথায় চার্জশিট পেশ করতে চলেছে। তা নিয়ে তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ”যাঁরা CBI চেয়েছিলেন, আজ দেখুন, মূল ধর্ষণ ও খুনের মামলায় তারা এতদিনে শুধু সঞ্জয় রায়ের নামে চার্জশিট দিল, যাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। তদন্ত চলুক। ডাক্তারদের গোষ্ঠী রাজনীতির নাটক, নানা গল্প চলবে। হয়ত পরে অন্য নাম জুড়বে। কিন্তু আজ মানুন, কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল।”