ষষ্ঠী থেকে পুজোর দিনগুলি সারারাত কলকাতায় চলবে সরকারি বাস। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, অনেকেই জেলা থেকে পুজো দেখতে কলকাতায় আসেন। প্রতিমা ও মণ্ডপ দর্শনের পর যাতে হাওড়া, শিয়ালদহ স্টেশন এবং বারাসতে পৌঁছতে তাঁদের যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য সারারাত সরকারি বাস পরিষেবা চালু থাকবে।তৃতীয়াতেই শহরের একাধিক মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামে। শহরের বিভিন্ন পুজো মণ্ডপে পঞ্চমী থেকেই দর্শনার্থীদের ঢল আরও বাড়তে পারে। সেই কথা মাথায় রেখে সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কলকাতায় ধাপে ধাপে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে। চতুর্থী এবং পঞ্চমী এই দুই দিনই রাজ্যের পরিবহণ নিগমের পক্ষ থেকে ৪০০ অতিরিক্ত বাস চালানো হবে প্রথম অর্ধে। অর্থাৎ এ দিন থেকেই মিলবে অতিরিক্ত বাস। স্বাভাবিকভাবেই পুজো মণ্ডপে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে সাধারণ মানুষের।
ষষ্ঠী থেকে পুজোর বাকি দিনগুলিতে দ্বিতীয় অর্ধে বাড়বে বাসের সংখ্যা। পুজোর দিনগুলিতে সরকারি বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে। সকাল ১০টার পর ধাপে ধাপে বাড়ানো হবে বাস। পুজোর সময় রাস্তায় অতিরিক্ত ইলেকট্রিক বাস চলে। ফলে এই দিনগুলিতে যাতে বিভিন্ন ডিপোয় চার্জিং স্টেশনগুলি রাত পর্যন্ত খোলা থাকে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে বাসের চাহিদা এই সময় বেশি থাকে। বহু মানুষ ওই রুটে কলকাতায় আসেন ঠাকুর দেখার জন্য। ফলে সংশ্লিষ্ট রুটে বাস বাড়ানোর উপর নজর দেওয়া হয়েছে।